আকাশজমিন ডেস্ক
ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে একটি মন্দিরে রামনবমীর পূজা দেওয়ার সময় মন্দিরের ভেতরে একটি পুরানো কুয়ার ছাদ ধসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজ্যটির ইন্দোরের শ্রী বালেশ্বর মন্দিরে এই ঘটনা ঘটেছে। খবর: এএফপি। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে শ্রী বালেশ্বর মন্দিরে কয়েকশ’ পুণ্যার্থী হাজির হয়েছিলেন। পুজো চলাকালীন বেশ কিছু পুণ্যার্থী মন্দিরের ভেতরেই একটি পুরনো কুয়ার ছাদে উঠে পড়েন। সেটির মুখ কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। সেই ছাউনির ওপর পুণ্যার্থীরা উঠে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, কুয়া থেকে পুলিশ ১১ জনের মরদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে ১০ জন নারী ও একজন পুরুষ রয়েছেন। কুয়া থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এদের কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুয়াতে এখনও অনেকে আটকে রয়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, ভেঙে পড়া কুয়ার ছাদের নিচে কিছু লোক চাপা পড়েছেন। তাদের দ্রুত উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ, দমকল এবং রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী।এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। গোটা পরিস্থিতির ওপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।
আকাশজমিন/ আরজে