বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন

আবুধাবির যুবরাজ হলেন শেখ খালেদ

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ৬:১২ am

আকাশজমিন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আবুধাবির যুবরাজ হিসেবে তার বড় ছেলে শেখ খালেদের নাম ঘোষণা করেছেন। বুধবার (২৯ মার্চ) এর পাশাপাশি তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশটির অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদেও নিজের ভাইদের নিয়োগ দিয়েছেন তিনি। খবর: রয়টার্স।কয়েক বছর ধরে তেল উৎপাদনকারীদের সংস্থা ওপেক পরিচালনার পর গত বছর সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হন শেখ মোহাম্মদ। প্রেসিডেন্ট হয়েই ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন সহোদর শেখ মনসুর ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ রশিদ আল মাখতুমকে। এছাড়া তার আরও দুই ভাইয়ের একজন শেখ তাহনুনকে রাষ্ট্রটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও আরেকজন হাজ্জা বিন জায়েদকে আবুধাবির উপশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।

বিষয়টিকে আবুধাবির হাতে আমিরাতের ক্ষমতা কেন্দ্রীভূত করতে প্রেসিডেন্টের প্রয়াস হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে ভারসাম্য রাখার চেষ্টা হলেও প্রাধান্য পেয়েছে আবুধাবির আল-নাহিয়ান বংশের লোকেরা।

সাতটি রাজ্যের দেশটির রাজধানী হিসেবে বিবেচনা করা হয় আবুধাবিকে। আরব উপসাগরীয় অঞ্চলের বাণিজ্য ও পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় আমিরাতের আরেক রাজ্য দুবাইকে। উপসাগরীয় বেশিরভাগ রাজতান্ত্রিক রাষ্ট্রের মতোই ছেলেকে আবুধাবির যুবরাজ নিয়োগ দিয়েছেন শেখ মোহাম্মদ। রাজতন্ত্রে ভাইয়ের চেয়ে নিজের ছেলেকে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা প্রাধান্য পায়।
উল্লেখ্য, ১৯৭১ সালে সংযুক্ত আরব আমিরাত প্রতিষ্ঠা করেছিলেন শেখ মোহাম্মদের পিতা। এরপর থেকে আমিরাতের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন আবুধাবির শাসকরা।
আকাশজমিন/ আরজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD