আকাশজমিন ডেস্ক
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৯ সেনাসদস্য নিহত হয়েছেন। প্রশিক্ষণের সময় ওই হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয় বলে বৃহস্পতিবার জানিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অ্যান্থনি হোয়েফলার। যুক্তরাষ্ট্রের ১০১তম এয়ারবর্ন ডিভিশনের এই হেলিকপ্টার দুটি ‘ব্ল্যাক হক’ মডেলের। স্থানীয় সময় গতকাল বুধবার রাত ১০টার দিকে কেন্টাকির ট্রিগ এলাকায় সেগুলো বিধ্বস্ত হয়। এলাকাটি সামরিক ঘাঁটি ‘ফোর্ট ক্যাম্পবেল’–এর উত্তর–পশ্চিমে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ফোর্ট ক্যাম্পবেল। এদিকে হেলিকপ্টার দুর্ঘটনার পর একটি টুইট করেছেন কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার। তাতে তিনি বলেন, গতকাল রাতের মর্মান্তিক ঘটনার পর সেনাসদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে তিনি ফোর্ট ক্যাম্পবেলে যাবেন। এর আগে আরেক টুইটে হতাহত ব্যক্তিদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছিলেন তিনি। ফোর্ট ক্যাম্পবেল থেকে ১০১তম এয়ারবর্ন ডিভিশন পরিচালনা করা হয়। আকাশপথে হামলা চালানোর জন্য দেশটির সামরিক বাহিনীর একমাত্র বিভাগ এটি। সংক্ষেপে এই বিভাগকে ‘স্ক্রিমিং ইগলস’ নামে ডাকা হয়। ১০১তম এয়ারবর্ন ডিভিশন চালু করা হয়েছিল ১৯৪২ সালের আগস্টে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ব্যাপক সুনাম কুড়িয়েছিল। সম্প্রতি ইরাক ও আফগানিস্তান যুদ্ধে অংশ নিতে দেখা যায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এই বিভাগকে।
আকাশজমিন/ আরজে