আকাশজমিন ডেস্ক।। বিশেষ উৎসব বা দিবস উপলক্ষে যারা একটু আধটু নান্দনিক পোশাষ আশাক পরে থাকেন তাদের জন্য সুখবর নিয়ে এসেছে দেশের খ্যাতি সম্পন্ন পোশাক বিপনন প্রতিষ্ঠান ফ্যাশন হাউজ বার্ডস আই। জানা গেছে এবার ঈদ- উল- ফিতর উপলক্ষে ফ্যাশন হাউজ বার্ডস আই নান্দনিক সব নতুন নতুন ডিজাইনের নানা পোশাক নিয়ে হাজির হয়েছে । চায়না, ইন্ডিয়া বাংলাদেশী কাপড়ের তৈরি শত শত ডিজাইনের পাঞ্জাবি, শার্ট , পলো টি শার্ট সারাদেশে পাইকারি ও খুচরা বিক্রেতা (BIRDS EYE ) বার্ডস আই। রাজধানীল আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্ডস আইয়ের ২ টি মেগা শোরুম শো-রুমে রয়েছে পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। যোগাযোগ : বার্ডস আই, ২৬ ও ৮ আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহবাগ, ঢাকা-১০০০। এছাড়া আগ্রহীরা তাদের পছন্দের কালেকশনের জন্য ০১৯১৫০৬৮১৫৩ অথবা ০১৯৭০৯৯৬৬৬২ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।
আকাশজমিন/এসএ