বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন

রেলস্টেশনে টিকিটবিহীন যাত্রীদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের নির্দেশ

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ১০:২৩ pm

আকাশজমিন ডেস্ক
আসন্ন ঈদুল ফিতরে টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ বন্ধ ও ট্রেনের ছাদে ওঠা ঠেকাতে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ শনিবার (১ এপ্রিল) রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ূন কবির ও রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসানের নেতৃত্বে একটি টিম বিমানবন্দর থেকে জয়দেবপুর স্টেশন পর্যন্ত পরিদর্শন শেষে এ নির্দেশনা দেন। স্টেশন পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদত আলী, ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান প্রমুখ। এ বিষয়ে রেলওয়ে পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আলোয়ান হোসেন বলেন, স্টেশনগুলোতে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ জোরদার করা হবে। বিনা টিকিটে কোনো যাত্রী স্টেশনে প্রবেশ করতে পারবে না। ঈদের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে দেওয়া হচ্ছে। সচেতন যাত্রীরা আগেই অনলাইন থেকে টিকিট কিনবেন। টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না। ট্রেনের ছাদেও কোনো যাত্রীকে উঠতে দেওয়া হবে না। তাছাড়া ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিটের যাত্রীরাও কঠোর চেকিংয়ের মাধ্যমে স্টেশনে ঢুকতে পারবেন। টিকিটধারী যাত্রীরা যাতে সুশৃঙ্খলভাবে স্টেশনে প্রবেশ করতে পারে সে বিষয়ে রেল পুলিশের সদস্যরা কাজ করবেন। একইসঙ্গে নিরাপত্তা যতটুকু দরকার রেল পুলিশের পক্ষ থেকে করা হবে। তিনি বলেন, বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশনে বাউন্ডারি আছে। এক্সেস কন্ট্রোলে এ স্টেশনে তেমন সমস্যা হবে না। তবে টঙ্গী স্টেশনের দুইপাশ একেবারেই খোলা। ফলে ওই জায়গায় প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা কিছুটা চ্যালেঞ্জ। সব টিকিট অনলাইনে হওয়ায় কাউন্টারে ভিড় হবে না।
আকাশজমিন/আরজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD