আকাশজমিন ডেস্ক
আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের কয়েক ঘণ্টা আগে দিল্লি ক্যাপিটালসকে ট্যাগ করে আবেগঘন একটি টুইট করেছেন ঋষভ পান্ত।
শনিবার (১ এপ্রিল) অ্যাওয়ে ম্যাচে লখনউ সুপার জায়ান্টদের সঙ্গে লড়াইয়ে নেমেছে দিল্লি। এই ম্যাচে পান্তের অনুপস্থিতিতে ক্যাপিটালসের নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চোট থেকে সেরে না উঠার কারণে এই মৌসুমের জন্য প্রত্যক্ষতাভাবে দলে নেই এই ব্যাটার। তবে শুধু আইপিএল-ই না, চলতি বছরে ভারতের ক্রিকেটিং ক্যালেন্ডারে তার ফেরা নিয়েও শঙ্কা রয়েছে।
এদিন দিল্লির ম্যাচের কয়েক ঘণ্টা আগে তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি টুইট পোস্ট করেছেন পান্ত। এতে তিনি এক ধরনের হৃদয়গ্রাহী প্রতিক্রিয়া জানিয়েছেন।
পান্তের দাবি, প্রভাবের নিয়মে তিনি দলের ১৩তম খেলোয়াড়, অন্যথায় ১২তম ব্যক্তি হতে পারতেন।
উল্লেখ্য, আইপিএলে ২০২১ মৌসুমে পান্তকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক করা হয়। সে সময় ১৪ ম্যাচে ১০ জয়ে টেবিলের শীর্ষে থেকে শেষ করেছিল দিল্লি। কিন্তু সেবার কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংস এবং এলিমিনেটরে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছিল পান্তের দল।
আকাশজমিন/আরজে
Enter
Write to Rezaul Karim Jhontu
আকাশজমিন/ আরজে