বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন

বেলারুশে পারমাণবিক অস্ত্র স্থাপন রাশিয়ার

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ১১:৪২ pm

আকাশজমিন ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভাষ্য, বেলারুশে পারমাণবিক অস্ত্র স্থাপনের রাশিয়ার পরিকল্পনা প্রমাণ করে যে ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আলোচনা পুরোপুরি ভেস্তে গেছে। পারমাণবিক অস্ত্র মোতায়েনে পুতিনের ঘোষণার বিষয়ে শুক্রবার (৩১ মার্চ) বোচায় সফরে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতার জন্য প্রস্তাব দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনদিনের মস্কোয় সফরে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলাপ করেন শি। দুই নেতার মধ্যে একাধিক বৈঠক হলেও মস্কো-কিয়েভ সংঘাত বন্ধে কোনও অর্থবহ অগ্রগতি অর্জন হয়নি। রুশ বাহিনীর হামলায় বিধ্বস্ত বুচা শহর সফর পরিদর্শনের সময় সাংবাদিকদের জেলনস্কি বলেন, বেলারুশে পারমাণবিক অস্ত্র স্থাপনের পরিকল্পনা প্রমাণ করে, চীনের সঙ্গে বৈঠক ব্যর্থ। আলোচনা পুরোপুরি ব্যর্থ। পশ্চিমা বিশ্বের সমালোচনার পরও প্রতিবেশী বেলারুশে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র মোতায়েন থেকে পিছু হটবে না রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে অস্ত্র মোতায়েনের ঘোষণা দেওয়ার পর পশ্চিমারা সমালোচনা করে আসছেন। গত (২২ মার্চ) শনিবার পুতিন বলেছিলেন, পারমাণবিক অস্ত্র বৃদ্ধি না করার আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন না করে বেলারুশে এই কৌশলগত অস্ত্র মোতায়েন করা হবে। এটি অস্বাভাবিক কিছু না। যুদ্ধক্ষেত্রে শত্রুসেনা ও অস্ত্র ধ্বংস করার জন্য কৌশলগত পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়েছে। এগুলোর পাল্লা কম এবং পারমাণবিক ওয়ারহেডের তুলনায় কম শক্তিশালী। পারমাণবিক ওয়ারহেডযুক্ত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পুরো একটি শহর ধ্বংস করতে সক্ষম। সূত্র: সিএনএন
আকাশজমিন/আরজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD