আকাশজমিন ডেস্ক
সৌদি আরব আগামী মাসে রিয়াদে অনুষ্ঠেয় আরব লীগের শীর্ষ সম্মেলনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে। এক দশকেরও বেশি সময় আগে দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও সাম্প্রতিক সময়ে বেশিরভাগ আরব দেশ সেই সম্পর্ক আবার জোড়া লাগাতে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা শুরু করেছে।
আরব লীগের আসন্ন শীর্ষ সম্মেলনের সঙ্গে ঘনিষ্ঠ তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে শিগগিরই দামেস্ক সফরে যাবেন। আগামী ১৯ মে রিয়াদে আরব লীগের পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
তিনটি সূত্রের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে বলেছে, সিরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোড়া লাগাতে গত এক বছরেরও বেশি সময় ধরে দামেস্কের সঙ্গে কয়েকটি শর্ত নিয়ে কাজ করছে রিয়াদ।এসব শর্তের মধ্যে রয়েছে সীমান্ত নিরাপত্তার বিষয়ে ঘনিষ্ঠ সহযোগিতা এবং মাদক চোরাচালান বন্ধ করা।
আরেকটি সূত্র জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে সিরিয়া ও তুরস্কে আঘাত হানা ভূমিকম্পটি না হলে এতদিনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের দামেস্ক সফর কিংবা সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের রিয়াদ সফর অনুষ্ঠিত হয়ে যেত।
বার্তা সংস্থা রয়টার্সের খবরটি গতকাল (রোববার) প্রকাশিত হলেও এখন পর্যন্ত সৌদি আরব কিংবা দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ খবর নিশ্চিত করেননি। এছাড়া, আরব লীগের মহাসচিবের মুখপাত্র জামাল রুশদি বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিটি বিষয়ের খুঁটিনাটি সম্পর্কে সংস্থাটির অবগত থাকার কথা নয়। তিনি আরো বলেছেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন দামেস্ক সফরের যে কথা বলা হচ্ছে সে সম্পর্কে আরব লীগের কিছু জানা নেই।
আকাশজমিন/আরজে