আকাশজমিন ডেস্ক
আগামী কয়েক দিনের মধ্যে পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করতে সম্মত হয়েছেন ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। দু’দেশ নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার লক্ষ্যে গতমাসে চীনের রাজধানী বেইজিং-এ একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করে। ওই চুক্তি বাস্তবায়নের গতি ত্বরান্বিত করতে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে মিলিত হতে যাচ্ছেন।
সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তার সৌদি সমকক্ষ ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় তেহরান-রিয়াদ সম্পর্কে যে সুবাতাস বইতে শুরু করেছে তাতে সন্তোষ প্রকাশ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার নীতিতে অটল রয়েছে ইরান।
টেলিফোনালাপে ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে যে আস্থার পরিবেশ তৈরি হয়েছে তাতে উচ্ছ্বাস প্রকাশ করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই পরিবেশ কাজে লাগিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার জন্য দু’দেশের কর্মকর্তাদের মধ্যে নিয়মিত বৈঠক চালিয়ে যেতে হবে।
ইরান ও সৌদি আরব গতমাসে চীনের মধ্যস্থতায় নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন ও পরস্পরের দেশে আবার দূতাবাস খুলতে সম্মত হয়। বিগত সাত বছর ধরে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ছিল।
গত ১০ মার্চ ইরান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে দু’দেশ পরস্পরের সার্বভৌমত্বকে সম্মান জানানোর পাশাপাশি একে অপরের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে সম্মত হয়।চুক্তি স্বাক্ষরের সময় ইরান, সৌদি আরব ও চীন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করতেও সম্মত হয়।
আকাশজমিন/আরজে