সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন

বোমা বিস্ফোরণে রুশ সামরিক ব্লগার নিহত

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ১১:২৪ am

আকাশজমিন ডেস্ক
সেন্ট পিটার্সবার্গের একটি ক্যাফেতে একটি বিস্ফোরণে বিশিষ্ট রাশিয়ান সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কি নিহত হয়েছেন বলে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। স্ট্রিট ফুড বার নম্বর ওয়ান নামে ওই ক্যাফেতে বোমা বিস্ফোরণে আরো অন্তত ২৫ জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে বিস্ফোরণ এবং এর পরে রাস্তায় আহত লোকজনকে পড়ে থাকতে দেখা যায়। বিস্ফোরণের জন্য কারা দায়ী তা এখনো স্পষ্ট নয়। ভ্লাদলেন তাতারস্কি যার প্রকৃত নাম ম্যাক্সিম ফোমিন, তিনি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সোচ্চার সমর্থক ছিলেন।বিস্ফোরণের সময় তিনি ক্যাফেতে আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন।
বিস্ফোরক ডিভাইস সম্পর্কে রাশিয়ার সংবাদ মাধ্যমে পরস্পরবিরোধী প্রতিবেদন রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের যে বরাত দেয়া হয়েছে সে অনুযায়ী, তাতারস্কিকে উপহার হিসেবে একটি বাক্সে একটি মূর্তি দেওয়া হয়েছিল, যার ভেতরে বোমা লুকানো ছিল। বিস্ফোরণের পরে টেলিগ্রামে প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, তার হাতে একটি মূর্তি দেয়া হয়েছে এবং এটি নিয়ে তিনি কৌতুক করছেন।তবে বিবিসি এটা যাচাই করতে পারেনি যে, ওই মূর্তিটির মধ্যেই বিস্ফোরক ছিল কিনা।
বিবিসির রাশিয়ার সংবাদদাতা ওলগা ইভশিনা বলেছেন, ইউক্রেনে থাকা অন্য রুশ সামরিক ব্লগার এবং রাষ্ট্রীয় মিডিয়ার সাংবাদিকদের চাইতে ভিন্ন তাতারস্কি যুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন।
তিনি ইউক্রেনের সম্মুখ সারি থেকে রিপোর্ট করেছেন এবং গত বছর ক্রেমলিনের ভেতর থেকে ধারণ করা এক ভিডিও পোস্ট করার পর তিনি বিশেষ ভাবে কুখ্যাতি অর্জন করেন। তিনি ওই ভিডিওতে বলেছিলেন: “আমরা সবাইকে পরাজিত করবো, আমরা সবাইকে মারবো, প্রয়োজন অনুযায়ী সবাইকে লুট করবো, আমাদের খেয়াল খুশি মতো।”ওই ভিডিওটির উপলক্ষ্য ছিল ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আয়োজন করা একটি অনুষ্ঠান, যেখানে তিনি ইউক্রেনের চারটি আংশিক-অধিকৃত অঞ্চল রাশিয়ার সাথে সংযুক্তির ঘোষণা দিয়েছিলেন।
আকাশজমিন/আরজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD