বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন

নতুন জীবনের প্রস্তুতি বাদশার

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ১১:৩২ am

আকাশজমিন ডেস্ক
জনপ্রিয় র্যাপার বাদশাহের বিবাহবিচ্ছেদের খবরটা এসেছিল আচমকা। এক সময় ভালবেসেই ঘর বাঁধেন জ্যাসমিনের সঙ্গে। কিন্তু লকডাউনেই আলাদা থাকতে শুরু করেন স্বামী-স্ত্রী। তখন থেকেই গুঞ্জন, গায়ক নাকি পঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে প্রেম করছেন। প্রায় বছর দুয়েক ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। এ বার বাদশা এবং রিখির সম্পর্কের আরও এক ধাপ উত্তরণ ঘটতে চলেছে। শোনা যাচ্ছে ইশার সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে বাদশা। এই প্রসঙ্গে ইশার সঙ্গে যোগাযোগ করা হলে উত্তর না দিয়ে ফোন কেটে দেন অভিনেত্রী। অন্য দিকে এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করতে চান না বাদশা, এমনটাই জানা যাচ্ছে। এক ফিল্মি পার্টিতে প্রথম দেখা তাঁদের। আর প্রথম দেখাতেই নাকি আকর্ষণ অনুভব করেন তাঁরা। বাদশার ঘনিষ্ঠ মহলের এক জন জানিয়েছেন, তাঁদের দু’জনের মধ্যেই অনেক মিল। একই ধরনের গান, সিনেমা দেখতে পছন্দ করেন তাঁরা।
উল্লেখ্য, বাদশার একটি মেয়েও আছে। মেয়ে অবশ্য মায়ের সঙ্গে এই মুহূর্তে লন্ডনে রয়েছে। তবে গায়কের বিয়ে নিয়ে আপাতত মায়ানগরীতে জল্পনা তুঙ্গে।
আকাশজমিন/আরজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD