বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে গণপিটুনিতে মারমা তরুণের মৃত্যু

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ১:০৩ pm

আকাশজমিন ডেস্ক :
খাগড়াছড়ির মানিকছড়িতে গণপিটুনিতে হ্লাচিংমং মারমা ওরফ উষা (২৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার কালাপানি স্কুলপাড়া এলাকায় গণপিটুনির ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টায় তাঁর মৃত্যু হয়। নিহত হ্লাচিংমং রামগড় উপজেলার বৈদ্যপাড়া এলাকার থৈইলাপ্রু মারমার ছেলে। তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, হ্লাচিংমং সাংগঠনিক কাজে স্কুলপাড়ায় গেলে স্থানীয় লোকজন তাঁকে ধরে নির্মমভাবে মারধর করে। পুলিশ বলছে, চাঁদাবাজি করতে গেলে হ্লাচিংমং মারমাকে গণপিটুনি দেন এলাকার বাসিন্দারা। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে উপজেলার যোগ্যাছোলা ইউপির কালাপানি স্কুলপাড়া এলাকার বালুর পয়েন্টে ইউপিডিএফ পরিচয়ে চাঁদাবাজি করতে আসেন কয়েকজন। এ সময় এলাকার লোকজন তাঁদের ধাওয়া দেন। একজন মোটরসাইকেলে ও অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও হ্লাচিংমং মারমা গণপিটুনিতে আহত হন। খবর পেয়ে মানিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান ঘটনাস্থল গিয়ে আহত হ্লাচিংমং মারমাকে (২৮) উদ্ধারের পর সন্ধ্যা সাতটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় চিকিৎসক মহিউদ্দীন উন্নত চিকিৎসার জন্য তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। খাগড়াছড়ি হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টায় হ্লাচিংমং মারমার মৃত্যু হয়।
আকাশজমিন/আরজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD