আকাশজমিন ডেস্ক
পূর্ব ইউরোপের দেশ নেদারল্যান্ডসে রেললাইনে রাখা কিছু নির্মাণ সামগ্রীর সঙ্গে একটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ সংঘর্ষে অসংখ্য মানুষ আহত হয়েছেন। যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, রাত ৩টা ৩০ মিনিটে দেশটির পূর্ব দিকের ভুর্সকোটেন নামক একটি গ্রামে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর যাত্রাবাহী ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পাশাপাশি একটি বগি লাইন থেকে ছিটকে পাশের মাঠে পড়ে যায়। এছাড়া অপর একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ট্রেনটি ৫০ জন যাত্রী নিয়ে লেদেন সিটি থেকে ব্যস্ত শহর হেগের দিকে যাচ্ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ঘটনাস্থলে এখন উদ্ধার অভিযান চালাচ্ছেন জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা। তবে তাৎক্ষণিকভাবে জানা যায়নি কী করণে এ দুর্ঘটনা ঘটল। ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা যায়, রেললাইনের পাশে উল্টে পড়ে আছে বগি। এছাড়া রাতের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়। আহতদের দ্রুত হাসপাতালে নিতে কয়েকটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখার বিষয়টি চোখে পড়ে। প্রথমে বলা হয়েছিল, যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। কিন্তু পরবর্তীতে বার্তাসংস্থা রয়টার্স জানায়, যেখানে ট্রেন দুর্ঘটনা ঘটেছে, সেখানকার রেললাইনে নির্মাণ সামগ্রী রাখা ছিল। ওই নির্মাণ সামগ্রীর সঙ্গেই যাত্রীবাহী ট্রেনের ধাক্কা লেগেছে। বার্তাসংস্থা এএনপির বরাতে রয়টার্স জানিয়েছে, সংঘর্ষের পর পর ট্রেনটির প্রথম বগি পাশের একটি মাঠে ছিটকে পড়ে। দ্বিতীয় বগিটি এর পাশেই ছিল। ট্রেনটির শেষ দিকের একটি বগিতে আগুন লেগে যায়। যা পরবর্তীতে নেভানো হয়। সূত্র: বিবিসি, রয়টার্স
আকাশজমিন/আরজে