আকাশজমিন ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বঙ্গবাজারে ভয়াবহ আগুনে আহতদের ১৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
মঙ্গলবার বিকেলে বঙ্গবাজারে অগ্নি দুর্ঘটনার বিষয়ে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এ আশ্বাস দিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী।
ডা. মো. এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে, ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি নির্ধারণের পর তাদের পুনর্বাসন করা হবে।
এর আগে, সকাল ৬টা ১০ মিনিটে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কমপক্ষে ৫০টি ইউনিট কাজ করে। বঙ্গবাজারের টিনশেড দোতলা মার্কেটটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
পরে দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা পর মঙ্গলবার বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
আকাশজমিন/এসআর