আন্তর্জাতিক ডেস্কঃ
আনুষ্ঠানিকভাবে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ড। মঙ্গলবার দেশটির পতাকা উড়েছে ন্যাটোর সদর দফতরে। ইউক্রেনে রুশ আক্রমণের ঘটনায় নিরপেক্ষ অবস্থান ত্যাগ করে জোটে যোগ দিলো ফিনল্যান্ড। রাশিয়া এই ঘটনায় পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানের ফলে রাশিয়ার সঙ্গে জোটটির সীমান্ত প্রায় দ্বিগুণ হয়েছে। এতে করে ন্যাটোর পূর্বাঞ্চল আরও শক্তিশালী হবে। ব্রাসেলসে ন্যাটোর সদর দফতরে ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী পেকা হাভিস্তো সরকারি নথি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের হাতে তুলে দেওয়ার মাধ্যমে জোটে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জোটে ফিনল্যান্ডকে স্বাগত জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। ন্যাটোর সম্প্রসারণের বিরোধিতাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কারণ হিসেবে উল্লেখ করার কথাও তিনি তুলে ধরেছেন। মহাসচিব বলেন, পুতিন একেবারে বিপরীতটি দেখতে পাচ্ছেন। আজ ফিনল্যান্ড, শিগগিরই সুইডেন জোটের পূর্ণ সদস্য হবে। ক্রেমলিন বলেছে, ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানের ঘটনায় রাশিয়া পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবে। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, এই পদক্ষেপে ইউক্রেনে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি বেড়েছে। ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানের ঘটনায় রাশিয়া নিজের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক সক্ষমতা জোরদার করবে বলে সোমবার বলেছে মস্কো।
আকাশজমিন/আরজে