সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সারকারখানায় গ্যাস সংযোগ দিয়ে পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে তারাকান্দি যমুনা সার কারখানা চত্ত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে তারাকান্দি-ভুয়াপুর, তারাকান্দি-জামালপুর প্রধান সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী, স্থানীয় সুধিজন ও এলাকাবাসী অংশ নেন।
পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকিরের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য চান মিয়া চানু, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, চলতি বছরের ১৫ জানুয়ারি গ্যাস সংকটের অজুহাতে কারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। দীর্ঘ প্রায় ৮ মাস ধরে কারখানায় উৎপাদন বন্ধ থাকায় বিভিন্ন মুল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে পড়ার আশষ্কা দেখা দিয়েছে। লোহার যন্ত্রাংশ গুলো জং ধরে গেছে। যতদিন যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ চালু করে কারখানার উৎপাদন শুরু না করা হবে ততদিন আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে বৃহৎ আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ারী দেন বক্তারা।
আকাশজমিন/এম