আকাশজমিন ডেস্কঃ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার মস্কোতে নতুন মার্কিন রাষ্ট্রদূতকে বলেছেন, ‘ইউক্রেন সংকটের’ জন্য ওয়াশিংটন দায়ী। ক্রেমলিনে একটি অনুষ্ঠানে তার পরিচয়পত্র গ্রহণ করার সময় তিনি এমন কথা বলেন। খবর এএফপি’র।
পুতিন নতুন মার্কিন দূত লিন ট্রেসিকে বলেন, বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা সরাসরি নির্ভর করা ‘রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক একটি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘শেষ পর্যন্ত বর্তমান ইউক্রেন সংকট সৃষ্টির’ ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্র নীতি দায়ী।
যারা পুতিনকে মহামানব বানাতে চান তাদের বলছি-মানবাধিকার ইস্যুতে পুতিনের তুলনা জর্জ বুশ এবং হিটলারের সঙ্গে করা যায়। আবার যারা রাশিয়া তথা পুতিনের দোষারোপ করে আমেরিকার তাঁবেদারি করছেন, তাদের পেছনের ইতিহাস জানতে হবে। আপনারা কি কিউবা মিসাইল ক্রাইসিসের কথা ভুলে গেছেন? যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে মাত্র ৯০ মাইল দূরে কিউবায় রাশিয়ার পারমাণবিক মিসাইল মোতায়েন করা হয়েছিল এবং আমেরিকা তৎক্ষণাৎ কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল তা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তাই বলছি, রাশিয়ার পারমাণবিক মিসাইল মোতায়েনের কারণে যদি যুক্তরাষ্ট্র কিউবা আক্রমণ করার সিদ্ধান্ত নিতে পারে, তাহলে ইউক্রেনের প্রতি রাশিয়ার এমন ভূমিকার জন্য অন্ততপক্ষে আমেরিকার তো কোনো পালটা প্রতিক্রিয়া দেখানোর যৌক্তিকতা থাকতে পারে না। কিউবার মিসাইল ক্রাইসিসের কারণ ও পরিণতি সম্পর্কে ভালো করে জানুন; বিশেষ করে জানুন কিউবা ইস্যুতে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট কী করেছিল? কীভাবে ন্যাটো তৈরি হলো? কেন ওয়ারশ প্যাক্ট তৈরি হলো, আবার কেন ভেঙে গেল? ওয়ারশ প্যাক্ট বিলুপ্ত হওয়া সত্ত্বেও কেন ন্যাটো থেকে গেল? সে ক্ষেত্রে রাশিয়ার ক্ষোভের কারণ কতটুকু যুক্তিযুক্ত? এসব ভালো করেন জানুন। আবার কিছু লোক ভলোদিমির জেলেনস্কিকে দেশপ্রেমিক বানাতে উঠেপড়ে লেগেছেন; তাদের প্রতি অনুরোধ-একটু বিস্তারিত জানুন! আপনারা পশ্চিমা মিডিয়ার প্রোপাগান্ডা দেখে ভাবছেন জেলেনস্কি একজন মহাবীর, মহান দেশপ্রেমিক ও সাহসী প্রেসিডেন্ট; তাই তাদের জানা উচিত, জেলেনস্কি একদম পেশাদার অভিনেতার চেয়েও রাজনৈতিক ক্ষেত্রে একজন পাকা অভিনেতা! তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ঘনিষ্ঠ সহচর এবং তাদের ইশারাতেই এতদিন ধরে তিনি সবকিছু করে আসছেন। অফশোর অ্যাকাউন্টে অবৈধ টাকা রাখার দায়ে তার দুর্নীতি নিয়ে প্যানডোরা পেপারস-এ ২০২১ সালেই তার নাম এসেছে। তিনি ধর্মবিশ্বাসে ইহুদি; তাই ইসরাইলের অতি ঘনিষ্ঠ পাপেট যা অনেকেই জানেনা। তিনি ঠাণ্ডা মাথার পরিকল্পনাকারী। আপনাদের আরও জানতে হবে-রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ বা চতুর্মুখী হামলা দেখে অনেকেই পুতিনকে দায়ী করছেন এবং ইউক্রেনের এ ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির জন্য আপনারা যতটা না ভ্লাদিমির পুতিনকে দায়ী করে যাচ্ছেন, তার চেয়েও অনেক বেশি দায়ী, ভলোদিমির জেলেনস্কি।
আকাশজমিন/আরজে