আকাশজমিন ডেস্ক
সিরিয়া এবং তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য টেলিফোনে আলোচনা করেছেন। গতকাল শেষ বেলায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ এবং তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাবিল আম্মার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে মতবিনিময় করেন। এ সময় দুই মন্ত্রী পরস্পরকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান এবং কিভাবে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা যায় তার উপায় নিয়ে আলোচনা করেন। নাবিল আম্মার বলেন, তার দেশ সিরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী এবং এর অংশ হিসেবে দামেস্কে দূতাবাস খুলতে চায়। সুযোগ হলেই তিউনিসিয়া সিরিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ করবে। টেলিফোন সংলাপে ফয়সাল আল মিকদাদ তিউনিসিয়ার পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেন, তার দেশও তিউনিসিয়ায় দূতাবাস খুলতে ইচ্ছুক। শিগগিরই এ বিষয়ে সিরিয়া পদক্ষেপ নেবে এবং রাষ্ট্রদূত নিয়োগ করবে। এর আগে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার দায়িত্ব দেন।
আকাশজমিন/আরজে