সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন

অপূর্বর গল্পে দুই নাটক

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪ ৬:০১ pm

বিনোদন প্রতিবেদক:  বাংলাদেশের টিভি নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর গল্পে এর আগেও বেশকিছু নাটক নির্মিত হয়েছে। সেসব নাটক দর্শকের মধ্যে ভীষণ ভালোলাগারও সৃষ্টি করেছে। অপূর্বর গল্পে প্রথম ‘স্বপ্নের নীল পরী’ নামে একটি নাটক নির্মাণ করেন চয়নিকা চৌধুরী। নাটকে এতে অভিনয় করেছিলেন অপূর্ব, তিন্নী ও হিল্লোল। নাটকটি ২০০৭ সালে এনটিভিতে ভালোবাসা দিবসে প্রচার হয়েছিলো। এরপরেও অপূর্ব’র গল্পে ‘এক টুকরো নীল’, ‘ভালোবাসার শুরু’ ‘প্রোডাকসন নাম্বার এইট’সহ আরো বেশকিছু নাটক নির্মিত হয়। সম্প্রতি আবারো অপূর্বর গল্পে আরো দু’টি নাটক নির্মিত হলো। নাটক দু’টি নির্মাণ করেছেন এই প্রজন্মের মেধাবী পরিচালক রুবেল হাসান। দু’টি নাটকেরই চিত্রনাট্য করেছেন মেজবাউর রহমান সুমন। একটি নাটকের নাম ‘অ্যাবসেন্ট মাইÐ’। নাটকটি ক্লাব ইলেভেন এন্টারটেইনম্যান্ট চ্যানেল প্রচার হবে। তবে অন্য আরেকটি নাটকের নাম এখনো চুড়ান্ত হয়নি। অবশ্য এ নাটকটি এসবিই ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে। গত ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে মাঝে একদিন বিরতি দিয়ে গত দু’দিন গাজীপুরের পূবাইলের একটি রিসোর্টে দু’টি নাটকের কাজ শেষ করেছেন অপূর্ব ও তটিনী। এক বছরেরও বেশি সময় আগে রুবেল হাসানের পরিচালনাতেই অপূর্বর সঙ্গে ‘বহিরাগত’ নাটকে অভিনয় করেছিলেন তটিনী। একই পরিচালকের পরিচালনায় ‘বহিরাগত’র পর অপূর্ব ও তটিনিী একসঙ্গে দু’টি নাটকের কাজ করলেন। তবে অপূর্ব ও তটিনী অভিনীত সর্বশেষ আলোচিত নাটক ছিলো জাকারিয়া সৌখিনের ‘পথে হলো দেরী’। অপূর্ব বলেন, দু’টি নাটকই মূলত দর্শকের যেন ভালো লাগে সেই ভাবনা থেকে গল্প নিয়ে ভাবা। রুবেল, সিনেমাটোগ্রাফার কামরুল ইসলাম শুভ’সহ পুরো ইউনিট অনেক শ্রম দিয়েছে দুটি কাজই ভালো হবার জন্য। আমার শতভাগ চেষ্টাতো থাকেই সবসময়। তটিনী আগের চেয়ে অনেক ইমপ্রæভ করেছে সেটা বুঝাই যাচ্ছে। দু’টি কাজ নিয়েই আশাবাদী আমি। তটিনী বলেন, অপূর্ব ভাইয়ার সঙ্গে অনেকদিন পর কাজ হওয়ায় একটু নার্ভাস ছিলাম আমি। অপূর্ব ভাইয়া এমন একজন অভিনেতা যার সঙ্গে আমাদের জেনারেশনের শিল্পীদের কাজ করতে পারাটা পরম ভালোলাগার। তিনি ভীষণ সহযোগিতা পরায়ণ। তারসঙ্গে অভিনয় করলে অভিনয়ে স্কুলিংটা খুউব ভালো হয়। এই দু’টি নাটকে অভিনয় করেও আমি অভিনয়ে নতুন আরো অনেক কিছু র্শিখতে পেরেছি। এটাই অনেক বড় বিষয়। আর রুবেল ভাই এমন একজন পরিচালক যিনি এডিটিং-এর উপর ভরসা করে নাটক নির্মাণ করেন না। প্রতিটি দৃশ্য ধারনের ক্ষেত্রে তার প্রস্তুতি থাকে।

 

আকাশজমিন/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD