মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫১ অপরাহ্ন

ঢাকা টেস্ট: তামিম-মুশফিকে নির্ভর বাংলাদেশ

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ১২:২০ pm

আকাশজমিন ডেস্ক
দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। ঢাকা টেস্টে জিততে বাংলাদেশ ১৩৮ রানের লক্ষ্য পেয়েছে। জবাব দিতে নেমে ওপেনিংয়ে করা লিটন দাস শুরুতে ফিরে গেছেন। ব্যর্থ হয়েছেন নাজমুল শান্তও। তবে তামিম ও মুশফিক দলকে ভরসা দিচ্ছেন।
বাংলাদেশ ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৯ রান নিয়ে লাঞ্চ ব্রেকে গেছে। জয়ের জন্য দরকার ৪৯ রান। ক্রিজে থাকা ওপেনার তামিম ২৪ রান করেছেন। তার সঙ্গী মুশফিকুর রহিম ২৯ রান তুলেছেন। লিটন ঝড়ো শুরু করে ১৯ বলে তিন চার ও এক ছক্কায় ২৩ রান করে ফিরেছেন। প্রথম ইনিংসে গোল্ডেন ডাক মারা নাজমুল শান্ত আউট হয়েছেন ৪ রান করে।
এর আগে টস জিতে ঢাকা টেস্টে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রথম ইনিংসে ২১৪ রান করেছিল আইরিশরা। জবাব দিতে নেমে মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৩৬৯ রান। প্রথম ইনিংস থেকে বাংলাদেশ ২১৪ রানের লিড নেয়।
তৃতীয় দিনে আইরিশ ব্যাটার লরকান টাকার ১০৮ রানের ইনিংস খেলেন। এছাড়া হ্যারি টেক্টর ৫৬ ও অ্যান্ডি ম্যাকব্রেনির ৭২ রানের ইনিংস খেলে বাংলাদেশের লিড শোধ দিয়ে দলকে লড়াই করার পুঁজি এনে দেন।
এর আগে বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিম ১২৬ রানের ইনিংস খেলেন। সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে ৮৭ রান। মেহেদি মিরাজ ৫৫ রান যোগ করেন। এছাড়া লিটন দাস ৪৩ রান করেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম নেন পাঁচ উইকেট। আয়ারল্যান্ডের আন্দ্রে ম্যাকব্রিনি নেন ছয় উইকেট। দ্বিতীয় ইনিংসে তাইজুল চারটি এবং এবাদত তিন উইকেট নিয়েছেন।
আকাশজমিন/আরজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD