আকাশজমিন ডেস্ক
সৌদি আরবের জেদ্দা বন্দরে গত বুধবার দুপুরে প্রথমবারের মতো ভিড়ে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। যুদ্ধজাহাজটির সঙ্গে একটি রুশ তেলবাহী ট্যাংকারও ছিল। একদিন অবস্থানের পর বৃহস্পতিবার জেদ্দা ত্যাগ করে জাহাজ দুটি। খবর আরব নিউজের। সৌদি আরবের রাজধানী রিয়াদে রুশ দূতাবাসের একজন কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।
যুদ্ধজাহাজটির নাম অ্যাডমিরাল গোরশকভ। সেটিতে ‘জিরকন’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা রয়েছে। আর ট্যাংকারটির নাম কামা। জাহাজ দুটি রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের অংশ। গত জানুয়ারিতে এই নৌবহর রাশিয়া ত্যাগ করে। এর পর থেকে সেটি ভারত মহাসাগর ও আরব সাগরে দুটি মহড়ায় অংশ নিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এই প্রথম রাশিয়ার যুদ্ধজাহাজ সৌদি আরবের কোনো বন্দরে ভিড়ল। সেখান থেকে জাহাজ দুটিতে খাওয়ার পানি ও খাদ্যপণ্য সংগ্রহ করা হয়। এ ছাড়া জাহাজের নাবিকদের জন্য জেদ্দায় একটি ‘সাংস্কৃতিক অনুষ্ঠানের’ আয়োজনও করা হয়েছিল।
জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের সদস্য সৌদি আরব। বিশ্বে তেলের বাজার নিয়ন্ত্রণে সৌদি আরবসহ জোটের অন্যান্য দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে রাশিয়া।
আকাশজমিন/আরজে