সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন

টাঙ্গাইলে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১০

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১০:২৩ pm

টাঙ্গাইল সংবাদাদাতা: টাঙ্গাইলের ভূঞাপুরে একই দিকে যাওয়া দুইটি বাসের প্রতিযোগিতা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস বসত ঘরের উপর পড়ে গেছে। পরে জানা গেছে কুঠিবয়ড়া গ্রামের একটি মনোহারী দোকানদার আব্দুল হালিম(৫৫)নামে একজন পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ জন।
২৫ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে উপজেলার কুঠিবয়ড়া বাজার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
ঘরের মালিক সোলায়মানের ছেলের বউ শারমিন আক্তার বলেন, ঘরে ঘুমিয়ে ছিলাম। এতে মুহুর্তেই ব্যাপক শব্দ হয়। ভেবেছিলাম ঘরের উপর গাছ পড়েছে। কিন্তু পড়ে দেখি ঘরের উপর গাড়ির মাথা। এতে আমি আটকে পড়লে মানুষজন এসে উদ্ধার করে। শিশু সন্তান দুটি দূরে ছিল বিধায় দূর্ঘটনা হতে রক্ষা পেয়েছে। এছাড়া অপর পাশের ঘরে আমার শ্বাশুড়ি ছিল সেই ঘরও ভেঙে সে আহত হয়েছে।
কুঠিবয়ড়া গ্রামের শাহীন জানান, দূর্ঘটনার সময় বৃষ্টি শুরু হয়। এ সময় নিহত হালিম সড়কের মোড়ে থাকা ভ্যানটি পলিথিন দিয়ে ঢেকে দেয়ার সময় বাসটি তাকে চাপা দেয়। এছাড়া বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের উপর যায়। পরে স্থানীয়রা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে। এসময় প্রায় ১০জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী এসএস ট্রাভেল ও ভাই ভাই পরিবহন নামের যাত্রীবাহি দুইটি বাস বেপরোয়া গতিতে আগে যাওয়ার প্রতিযোগিতা করে। হঠাৎ বাস দুটি কুঠিবয়ড়া বাজার মোড় পার হওয়ার সময় এসএস ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা পথচারীকে চাপা দিয়ে বসত ঘরের উপর পড়ে যায়।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। দূর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া কয়েকজন বাসের যাত্রী আহত হয়েছে।

আকাশজমিন/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD