খুলনা প্রতিনিধি:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প এর আয়োজনে দিনব্যাপী ‘গুডস প্রকিউরমেন্ট’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এর পরিচালক মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েটে চলমান প্রকল্প পরিচালক (ইআইএএ প্রকল্প) ড. মোঃ জুলফিকার হোসেন। প্রশিক্ষণে বিশ^বিদ্যালয়ের ইনষ্টিটিউট পরিচালকগণ, সকল বিভাগীয় প্রধানসহ একজন করে মনোনীত প্রতিনিধি এবং দপ্তর প্রধানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
আকাশজমিন/এম