ক্রীড়া ডেস্ক:
রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় আম্পায়াররা মাঠ পরিদর্শন করেছিলেন। কিন্তু তখনও মাঠের অবস্থা খেলার উপযুক্ত ছিল না। তাই পরবর্তী পর্যবেক্ষণের জন্য সময় নির্ধারণ করা হয়েছে বেলা সাড়ে ১২টা। তার মানে তৃতীয় দিনের প্রথম সেশন খেলা ছাড়াই ভেসে গেছে। লাঞ্চ বিরতি নেওয়ার কথা ১২টায়। তখনই বোঝা যাবে সর্বশেষ অবস্থা।
রাতভর বৃষ্টি ও ভেজা আউট ফিল্ডের কারণে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনও খেলা যথা সময়ে গড়াচ্ছে না। খেলা শুরুর মুহূর্তে বৃষ্টি নেই। কিন্তু আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ে শুরু করা যাচ্ছে না। এখন মাঠ শুকানোর কাজ চলছে।
বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মাঠ পর্যবেক্ষণে যাবেন আম্পায়াররা। তার পর খেলা শুরুর বিষয়ে একটা আপডেট জানা যাবে। কানপুরে বৃষ্টির কারণে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলাও পুরোপুরি মাঠে গড়ায়নি। হয়েছে মাত্র ৩৫ ওভার। বিলম্বে হয়েছে টস। দ্বিতীয় দিন তো আরও হতাশাজনক অবস্থা। কোনও বল না গড়িয়েই খেলা পরিত্যক্ত হয়েছে।
প্রথম দিন প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ। ক্রিজে আছেন মুমিনুল হক ৪০* ও মুশফিকুর রহিম ৬*।
আকাশজমিন/আরআর