সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত “আমার দেশ” পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে তিনি আত্মসমর্পণ করতে আদালতে আসেন। এসময় তার পক্ষে আইনজীবীরা আপিলের শর্তে জামিন আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং কারাগারে ডিভিশন দেওয়ার আদেশ দেন। বেলা ১১টা ২৫ মিনিটে তাকে প্রিজন ভ্যানে করে কারাগারের দিকে নিয়ে যাওয়া হয়।
২০২২ সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় মাহমুদুর রহমানসহ পাঁচজনকে পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। মামলার অন্য আসামিরা হলেন সাংবাদিক শফিক রেহমান, জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ, রিজভী আহমেদ সিজার, এবং মিজানুর রহমান ভুইয়া। আসামিদের দণ্ডবিধির ৩৬৫ ধারায় (অপহরণ) পাঁচ বছরের কারাদণ্ড এবং ১২০-খ ধারায় (অপরাধমূলক ষড়যন্ত্র) দুই বছরের কারাদণ্ডসহ অর্থদণ্ড দেন আদালত। দুটি সাজা একসঙ্গে চলবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ অন্যান্য বিএনপি নেতারা বিভিন্ন সময়ে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। ২০১৫ সালের ৩ আগস্ট ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান পল্টন থানায় এই মামলাটি করেন। মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়, যেখানে সজীব ওয়াজেদ জয়সহ ১২ জন সাক্ষ্য দেন।
মাহমুদুর রহমান তুরস্ক থেকে দেশে ফিরে (২৭ সেপ্টেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের জানান, তিনি কারাগারে থাকার জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত।
আকাশজমিন/আরআর