আকাশজমিন ডেস্কঃ
আইপিএলে দ্বিতীয় জয় পেল লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে আরও একটি ম্যাচ জিতে নিল লোকেশ রাহুলের দল। তাঁদের স্পিনের উত্তর খুঁজে পেল না সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে হায়দরাবাদ এবং লখনউয়ের লড়াই মানেই দুই বিরিয়ানির শহরের লড়াই। যে লড়াইয়ে শুক্রবার এগিয়ে গেল লখনউ। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫ উইকেটে জিতল লখনউ সুপার জায়ান্টস। ১২২ রানের লক্ষ্য ছিল লখনউয়ের সামনে। সেই রান সহজেই তুলে ফেলার কথা ছিল লোকেশ রাহুলদের। কিন্তু লখনউয়ের পিচে রান করা যে খুব সহজ নয় তা বুঝলেন রাহুলরাও। ১২২ রান তুলতে ১৬ ওভার লেগে গেল তাঁদের। রাহুল ওপেন করতে নেমে প্রায় শেষ পর্যন্ত ছিলেন। কিন্তু ম্যাচটি শেষ করতে পারলেন না। ৮ রান বাকি থাকতে আউট হয়ে যান তিনি। ৩১ বলে ৩৫ রান করেন রাহুল।
ব্যাটে, বলে ম্যাচটি নিজের নামে করেন নেন ক্রুণাল পাণ্ড্য। তিনটি উইকেট নেন তিনি। ব্যাট করতে নেমে ২৩ বলে ৩৪ রান করেন ক্রুণাল। শুরু থেকেই হায়দরাবাদকে বিপদে ফেলেন ক্রুণাল। তৃতীয় ওভারেই আউট হয়ে যান ময়াঙ্ক আগরওয়াল। মাত্র ৮ রান করেন তিনি। ৩১ রান করে আউট হয়ে যান আনমলপ্রীত সিংহ। এডেন মার্করাম কোনও রানই করেননি। অধিনায়ক হিসাবে প্রথম বার আইপিএল খেলতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান তিনি। ক্রুণালের স্পিন বুঝতে না পেরে বোল্ড হয়ে যান মার্করাম।
আকাশজমিন/আরজে