বিনোদন প্রতিবেদক: একটা সময় একসঙ্গে অনেক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন চিত্রনায়ক ইমন ও মডেল অভিনেত্রী সারিকা। সর্বশেষ তারা দু’জন ২০১৭ সালে সনক মিত্রের একটি বিজ্ঞাপনে একসঙ্গে মডেল হিসেবে কাজ করেছিলেন। এরপর ইমন বেশ কয়েকটি সিনেমার কাজে ব্যস্ত ছিলেন আর সারিকা বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেন। মাঝে সাতটি বছর পেরিয়ে গেলেও আর দু’জনের একসঙ্গে কোনো কাজ হয়নি। তবে এবারই প্রথম তারা দু’জন ‘বিঞ্জ’ নামক ওটিটি প্লাটফরমের জন্য একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন। যেটি নির্মাণ করেছেন ‘পোড়ামন টু’,‘ পরাণ’, ‘সুড়ঙ্গ’,‘তুফান’খ্যাত মেধবী চলচ্চিত্র নির্মাতা রায়হান ও রাফি, তার নিজেরই রচিত গল্প। দু’জনই রাফির পরিচালনায় প্রথম কোনো কাজ করেছেন। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু’জনের ভিন্ন লুক প্রকাশ পাওয়ায় দর্শকেরও ‘মায়া’ ফিল্মটির প্রতি আগ্রহ জন্মেছে। ফিল্মটির একটি মূল বার্তা আছে। কেন ‘মায়া’ ফিল্মটি দেখা উচিত এই প্রসঙ্গে ইমন বলেন, মায়া মূলত সমসাময়িক গল্পের ফিল্ম। দু’টো মানুষের একের প্রতি অন্যের মায়ার গল্প। দাম্পত্য জীবনে মানুষের নানান টানাপোড়েন থাকে। কিন্তু তারপরও কী অদ্ভূত মায়ায় মানুষ দু’জন দু’জনকে ভালোবেসে মায়ার বাঁধনে থেকে যায়, কাটিয়ে দেয় সারাটা জীবন। আছে আরো অনেক কিছু, যা আপাতত প্রকাশ করতে পারছিনা। আমি রায়হান রাফির নির্দেশনায় কাজ করে সত্যিই ভীষণ উচ্ছ্বসিত। তার কাজের প্রতি একাগ্রতা, তার গল্প বলার ধরন, শিল্পীদের কাছ থেকে অভিনয় বের করে আনার টেকনিক এবং শিল্পীদের যথাযথভাবে পূর্ণ মনোযোগে থেকে অভিনয় করার পরিবেশ তৈরী করার ব্যাপারে শতভাব নিশ্চয়তা দিয়ে অভিনয় করা-সবিমিরিয়ে আমার কাছে ভীষণ ভালোলেগেছে। যে কারণে মায়া নিয়ে আমি ভীষণ আশাবাদী। আর সারিকা আগের চেয়ে আরো পরিপূর্ণ। মায়া চরিত্রে তার অভিনয়ে মুগ্ধ হবেন দর্শক। সারিকা বলেন, আমরা সবাই যার যার অবস্থানে থেকে ভীষণ শ্রম দিয়েছি এই কাজটি করার জন্য। আমাদের মনে হয়েছে এই ধরনের গল্প দর্শক সহজেই নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবেন, কারণ এটা আমার আমাদের আশে পাশের মানুষের জীবনেরই গল্প। যে কারণে অনেক কষ্ট করে আমরা কাজটি শতভাগ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। রায়হান রাফি কমার্শিয়াল মুভির ক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছেন। একটি সাধারণ গল্প’র মুভি স্টোরি টেলিংটা দর্শককে মুগ্ধ করবে এটা আমার বিশ^াস।’ এদিকে সোমবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্স-এর হল-১’এ ‘মায়া’র বিশেষ প্রদর্শনী হবে।
আকাশজমিন/এম