রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরসরাইয়ে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত -৩ ভিমরুলের কামড়ে বাবা- বোনের পর প্রাণ গেল ছোট্ট সিফাতুল্লা ভারতে পালানোর সময় যুগ্ম সচিব আটক জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে খুন হলেন বোন-ভাবি অবশেষে বাড়ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র: আজরা জেয়া নান্দাইল উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১০ম বার্ষিক সভা ও নির্বাচন দুই নারীসহ চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ যশোরেশ্বরী মন্দির পরিদর্শনে উপদেষ্টা আসিফ মাহমুদ, মন্দির ত্যাগের পর হাতাহাতি কবি সংঘ বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি আধার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সম্মেলন অনুষ্ঠিত

পিএসজি-র উপর চটলেন এমবাপে

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ৫:৪২ am

আকাশজমিন ডেস্কঃ
নিজের ক্লাবের বিরুদ্ধেই রেগে গেলেন কিলিয়ান এমবাপে। পুরো মরসুমের টিকিটের প্রচারের জন্য একটি ভিডিয়োতে ফরাসি স্ট্রাইকারের ছবি ব্যবহার করেছিল পিএসজি। তা পছন্দ হয়নি এমবাপের। সেই ভিডিয়ো সরিয়ে নিতে বাধ্য করেন ক্লাবকে। আগামী দিনে নিজের ছবির স্বত্বের জন্য আইনি লড়াই করবেন বলেও হুমকি দিলেন ফরাসি অধিনায়ক। ইনস্টাগ্রামে একটি ভিডিয়োতে এমবাপে বলেন, “আমি জানতাম না ক্লাব কী জন্য আমার সাক্ষাৎকার নিচ্ছে। মনে হয়েছিল সাধারণ কোনও সাক্ষাৎকার। কিন্তু যে ভিডিয়ো বার হয়েছে সেটার সঙ্গে আমি এক মত নই। সেই কারণেই আমি নিজের ছবির স্বত্ব নেওয়ার জন্য লড়ছি। পিএসজি খুব বড় দল, কিন্তু এটা তো কিলিয়ান সঁ জরমঁ নয়।”
এমবাপে আপত্তি করায় ভিডিয়োটি সরিয়ে দেয় পিএসজি। সব জায়গা থেকে সরালেও ইউটিউবে ভিডিয়োটি রয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে এমবাপের মুখ ব্যবহার করা সেই ভিডিয়ো। সেই বিজ্ঞাপনী ভিডিয়োটিতে এমবাপেকেই শুধু কথা বলতে শোনা যায়। লিয়োনেল মেসিকে দেখা যায়নি। তিনি এই মরসুমের শেষে ফরাসি ক্লাব ছাড়বেন বলেও শোনা যাচ্ছে। নেই নেমারও। তাঁর চোট রয়েছে। পিএসজির তরফে যদিও এমবাপের বক্তব্যের পর কোনও পাল্টা বার্তা দেওয়া হয়নি। এর আগেও এমবাপে একটি ফোটোশুটে অংশগ্রহণ করতে চাননি। আগামী দিনে তিনিও ক্লাব ছাড়বেন কি না সেই জল্পনাও শুরু হয়ে গিয়েছে।
আকাশজমিন/আরজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD