সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

তাড়াশে খানকা শরীফের জায়গা দখলের প্রতিবাদ

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ১:২৮ pm
Oplus_131072

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে শাহ- শরীফ জিন্দানী (রহঃ) মাজার প্রঙ্গনে দরবার- এ রেসালাতে চিশতিয়া খানকা শরীফের জায়গা জোরপূর্বক দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১ অ‌ক্টোবর) সকালে তাড়াশ প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই খানকা শরীফের খাদেম মো. হাবিবর রহমান।
তিনি বলেন, গত ২০২২ সালে নওগাঁ রংমহল গ্রামের মোস্তফা সরকারের নিকট থেকে ৮ শতক জায়গা খানকা শরীফের নামে আমীর মুহাম্মদ আজাদ খান চিশতি ক্রয় করেন। পরে ওই জায়গার নামজারি ও হাল সন পর্যন্ত ভুমি উন্নয়ন কর প্রদান করেন।

পরবর্তিতে ওই জায়গায় নওগাঁ গ্রামের শাহ আলম গং জোড়পূর্বক দখল করে নেন। পরে স্থানীয় মাতব্বরদের সমন্বয়ে সালিশী বৈঠকে ওই জায়গার সমস্যা সমাধান করে খানকা শরীফকে দেয়ার সিদ্ধান্ত হয়।

গত ২৮ সেপ্টেম্বর শাহ আলম গং ওই সালিশী বৈঠকের রায় না মেনে সন্ত্রাসী কায়দায় জায়গাটির সীমানা খুটি জোরপূর্বক তুলে ফেলে নিজেদের জায়গা দাবী করে দখলে নেন এবং ওই জায়গায় না আসার জন্য খানকা শরীফের খাদেমকে হুমকি-ধামকী দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খানকা শরীফের আমীর মুহাম্মদ আজাদ খান চিশতি, খাদেম ছাইদুর রহমান মুন, হাসান শিবলু, হাবিবুর রহমান প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD