লালমনিরহাট সংবাদদাতা।।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আলিমুদ্দিন সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক মছির উদ্দিন দুলালকে বহিস্কার করা হয়েছে।
সোমবার(৩০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরীত এক পত্রে এ তথ্য জানা গেছে।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনিদিষ্ট অভিযোগে লালমনিরহাট জেলা ছাত্রদলের অধিনস্থ আলিমুদ্দিন সরকারী কলেজ ছাত্রদলের আহবায় মছির উদ্দিন দুলালকে সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হয়। একই সঙ্গে তার সাথে কোন রুপ সাংগঠনিক যোগাযোগ না করতে সারাদেশের ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করা হয়।
এ সিদ্ধান্ত কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্তে অনুমোদন করেছেন। উল্লেখ করেন দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম।
আকাশজমিন/এম