সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে টিসিবির কার্ডধারী ব্যক্তিদের কাছ থেকে চাল কেনার সময় অধির চন্দ্র ঘোষ (৬২) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। টিসিবি পণ্য বিক্রিয় ডিলারদের যোগসাজশে অবৈধভাবে এই চাউল (১৬০ কেজি) কেনার সময় ওই ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, রায়গঞ্জ নিমগাছি আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে এ ঘটনাটি ঘটে, তাড়াশ মাদ্রাসা রোড় এলাকায় মেসার্স পল্লী ট্রেডার্সের সামনে। অবৈধ এই ক্রয়ের সংবাদ দেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
এ প্রসঙ্গে রায়গঞ্জ নিমগাছি আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান, টিসিবি পণ্য কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে বিতরণকালে জেলা এনএসআই তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নেওয়া হয়েছে।
আকাশজমিন/এম