বিনোদন প্রতিবেদক: নানা আলোচনা সমালোচনা সত্ত্বে সম্প্রতি চলচ্চিত্র সেন্সর বোর্ড প্রথা ভেঙে ‘সার্টিফিকেশন বোর্ড’ গঠন করা হয়। গত সোমবার মুক্তি প্রতীক্ষিত দুটি সিনেমা দেখার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় সার্টিফিকেশন বোর্ডের। প্রথম দিনে ‘ভয়াল’ ও ‘রাজকুমারী’ সিনেমা সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শন করা হয়। এর মধ্যে ‘ভয়াল’ সিনেমাটি প্রাপ্তবয়স্কদের জন্য প্রদর্শনের অনুমতি দেবে সার্টিফিকেশন বোর্ড। গ্রেডেশন পদ্ধতিতে সিনেমাটি ‘এ’ গ্রেডে ছাড়পত্র দেয়া হবে বলে জানিয়েছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য জাহিদ হোসেন। ‘ভয়াল’ সিনেমাকে প্রাপ্তবয়স্ক অর্থাৎ ‘এ’ গ্রেডে ছাড়পত্র কেন দেয়া হচ্ছে? এ প্রশ্নের উত্তরে জাহিদ হোসেন বলেন, ‘সিনেমাটির সংলাপ, শয্যাদৃশ্য, প্রেগন্যান্সিসহ বিভিন্ন বিষয় দেখানো হয়েছে। এ কারণে এটি শিশুদের জন্য নয়। শুধু প্রাপ্তবয়স্কদের দেখার অনুমতি দেয়া হচ্ছে।’
আকাশজমিন/এম