বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টিভিতে বাংলায় ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক তুরস্কের জনপ্রিয় সিরিয়াল ‘আশ্ক ইয়েনিদেন’ যার বাংলা নাম ‘ভালোবাসা ফিরে এলো’। প্রচার হচ্ছে শনি থেকে বৃহস্পতি প্রতিদিন সন্ধ্যা ৬টায় ও রাত ৮-৩০মিনিটে। ভালোবাসার জন্য মানুষ কতো কী-ই না করে! যেইংনেপও একসময় ভালোবাসার টানে পরিবারকে ছেড়ে আমেরিকায় চলে গিয়েছিলো। কিন্তু ফাতিহ! ফাতিহ ভালোবাসার জন্য শুধু যেইনেপের বাবার অত্যাচারই সহ্য করেনি বরং নিজের পরিবারকে, বংশের নাম, খ্যাতি, প্রতিপত্তিকেও ত্যাগ করেছে। এখন যেইনেপ আর তার ছেলের ভরণপোষণের খরচ মেটানোর জন্য ট্যাক্সি ড্রাইভারের কাজও করছে। কিন্তু এতো কিছুর পরেও কেন যেন ও তার ভালোবাসার মানুষ যেইনেপকে পাওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না। বারবার ওকে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। একটার পর একটা বাধা ওদের দুজনকে আলাদা করতে চাইছে। ঠিক তারই ধারাবাহিকতায় এবার এসে হাজির হয় যেইনেপের পুরোনো প্রেমিক অ্যারতান। এখন কী করবে যেইনেপ? যেইনেপ কি অ্যারতানের ভালোবাসার ডাকে সাড়া দেবে? এইসব নাটকীয় দৃশ্য দেখা যাবে ‘ভালোবাসা ফিরে এলো’ এ। তানজিনা রহমান বর্ণা ও মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। কণ্ঠাভিনয় সার্বিক তত্ত্বাবধানে নাহিদ আখতার ইমু ও জয়শ্রী মজুমদার লতা। ‘ভালোবাসা ফিরে এলো’ ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর রুবাইয়া মাতিন গীতি এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া। ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক ‘ভালোবাসা ফিরে এলো’ দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে, ইউটিউব এবং ফেসবুকে যে কোন সময় দেখা যাবে।
আকাশজমিন/এম