বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন

তাড়াশে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্নহত্যা

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ২:০৮ pm

তাড়াশ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছেন মহেলা খাতুন (৪৫) নামের তিন সন্তানের জননী। উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামের এবাদ আলীর স্ত্রী সে। শনিবার (৮এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে। স্থানীয়দের বরাতে মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিলুর রহমান জানান, মৃত্যু মহেলা খাতুন দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। সকালে তার স্বামী কাজের জন্য বেড়িয়ে গেলে, গৃহবধূ বাড়ির মধ্যে বারান্দার ধরনার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেন। পরবর্তীতে তার স্বামী ও প্রতিবেশিরা এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, গৃহবধূর আত্নহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি কাজ করছি। পরবর্তীতে পুরো বিষয়টা জানানো হবে বলে জানান তিনি।
আরজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD