সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: ইন্দোনেশিয়ার আয়োজকস্বত্ব বাতিল করল ফিফা

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ২:৪১ pm

আকাশজমিন ডেস্কঃ
অনেক আগে থেকেই ইসরায়েলের ঘোরবিরোধী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। এশিয়ার দেশটি খেলাধুলার ক্ষেত্রেও যুগের পর যুগ সেই ধারা অব্যাহত রেখেছে। বিভিন্ন সময় ইসরায়েলের কারণে অনেক টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেয় তারা। ইউরোপের বাছাইপর্ব উতরে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল ইসরায়েল। তবে ইন্দোনেশিয়ার জনসাধারণ ও রাজনীতিবিদদের একটি অংশ দেশটিতে ইসরায়েলের আগমনের তীব্র বিরোধিতা করে। সেই আচরণের দায়ে বড় শাস্তিই পেল দেশটি। ইন্দোনেশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএসএসআই) বিশ্বকাপ আয়োজন বাতিলের পাশাপাশি আর্থিক নিষেধাজ্ঞার কবলেও পড়েছে।ফুটবলে পিছিয়ে থাকা দেশগুলোকে প্রকল্প বাস্তবায়ন ও পরিচালনা ব্যয়ের জন্য ফরোয়ার্ড ফান্ডের অর্থ দিয়ে থাকে ফিফা। কিন্তু ইন্দোনেশিয়া-ইসরায়েলের সঙ্গে চলমান পরিস্থিতির পর গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) ফিফার পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী নোটিশের আগপর্যন্ত ফিফা ফরোয়ার্ড ফান্ডের অর্থ পাবে না ইন্দোনেশিয়া। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ শুরুর আর অল্প কিছুদিন বাকি। প্রাথমিকভাবে আগামী ২০ মে থেকে এবারের আসর শুরুর কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগে ব্রাজিল ও পেরুকে টপকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক হয় ইন্দোনেশিয়া। এরপর সাড়ে তিন বছর ধরে বিশ্বকাপ আয়োজনের সমস্ত প্রস্তুতি নেয় দেশটি। ইতোমধ্যে ওই খাতে এশিয়ার দেশটি বিপুল অঙ্কের টাকাও ঢেলে ফেলেছে। তবে ইন্দোনেশিয়ার বিশ্বকাপ আয়োজকস্বত্ব বাতিল করেছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর আগে ২০১৯ সালের অক্টোবরে ইন্দোনেশিয়াকে আসন্ন বিশ্বকাপের আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়। তারা পেছনে ফেলে ব্রাজিল ও পেরুর মতো বিশ্বফুটবলের জনপ্রিয় দেশগুলোকে। অবশ্য সেই সময়ে টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা ছিল ২০২১ সালে। করোনা মহামারির কারণে তা দুই বছর পিছিয়ে দেওয়া হয়। সাড়ে তিন বছর ধরে অবকাঠামোসহ ২৪ দলের টুর্নামেন্ট আয়োজনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে ইন্দোনেশিয়ার সরকার। নতুন করে তাদের আয়োজন বাতিল হওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে দেশটি। ইসরায়েলের সঙ্গে ইন্দোনেশিয়ার বিরোধের জেরে বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে পরিস্থিতি টালমাটাল রূপ নিয়েছে। ঠিক সেই পরিস্থিতিতে তাদের আয়োজনের অধিকার কেড়ে নেয় ফিফা। তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি টুর্নামেন্টের আয়োজক চূড়ান্ত করতে পারেনি।
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, ৫টি স্টেডিয়াম ও ২০টি অনুশীলন ভেন্যু প্রস্তুত করতে খরচ হয়েছিল প্রায় ১২০ লাখ মার্কিন ডলার।
আকাশজমিন/আরজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD