আকাশজমিন প্রতিবেদক।। প্রতিবারের মত এবারও ঢাকায় বগুড়ার সোনাতলাবাসীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ঢাকার উত্তরায় অবস্থিত নিউ মেট্রো সিটি রেস্ট্রুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন উপস্থিত অতিথিরা। ইফতার উপলক্ষ্যে বগুড়ার সোনাতলা উপজেলার কৃতি সন্তান, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) নজরুল ইসলামের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ হোসেন, সংস্কৃতিকর্মী সোহেল আহমেদ খান, সাংবাদিক সাজু আহমেদ, সাংবাদিক সাহাদত হোসেন, ব্যবসায়ী সাফিউল ইসলাম বিব্বু, ব্যবসায়ী ফজলে ইলাহী মুছা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান, ব্যবসায়ী নাহিদ তালুকদার লিমন, ক্রীড়াবিদ মাসুদ পারভেজ মানিক, নাট্যকর্মী ও উন্নয়নকর্মী সিজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশরাফুল হায়দার সুমন। এছাড়া উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় সোনাতলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
সভায় আলোচকরা বলেন, প্রায় দেড় দশক ধরে কিছু সংখ্যক ব্যক্তি উদ্যোগ নিয়ে প্রতিবছর এই আয়োজনটি করে আসছে। সম্প্রতি বগুড়ার ঐতিহ্যবাহী রেসিপির নামে ‘আলুঘাটি পার্টি’তে ঢাকাস্থ প্রায় ছয় শতাধিক মানুষ পরিবারসহ এক মিলনমেলায় যুক্ত হয়েছিল। বর্তমানে আমরা ঢাকায় অবস্থানকারীরা একত্রিত হয়ে একটি সংগঠন দাঁড় করাতে চাই যেটি সোনাতলা উপজেলাবাসীর নানা দূর্যোগে, উৎসব, সামাজিক কর্মকান্ডে ঢাকায় এবং বগুড়ার সোনাতলা উপজেলার নানা সমস্যা মোকাবেলা, কৃতি ও গুণীজন, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের মানুষের কল্যাণে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক প্লাটফর্ম হিসেবে সহায়ক ভূমিকা পালন করতে পারে। এলাকার সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে নতুন পুরাতনদের মধ্যে মেলবন্ধন তৈরি করা এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য। এই সংগঠনটি ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতি, বিভিন্ন প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং বর্তমান শিক্ষার্থী সংগঠনগুলোর সাথেও সমন্বয় করে কাজ করবে।
আলোচনা সভায় একটি আহ্বায়ক কমিটি ও উপদেষ্টা পর্ষদ প্রস্তাব করা হয় যা সর্বসম্মতিক্রমে পাশ হয়। নাহিদ তালুকদার লিমনকে আহ্বায়ক করে ২১ সদস্যের কমিটির অন্য সদস্যরা সোহেল আহমেদ খান, সাফিউল ইসলাম বিব্বু, সাজু আহমেদ, সামিউল বাশার নয়ন, ফজলে ইলাহী মুছা, আব্দুল হান্নান, এনামুল হক, সাহাদত হোসেন, আশরাফুল হায়দার সুমন, মাসুদ পারভেজ মানিক, রাফিত খান, আব্দুল ওয়াহাব, কাজী সজিব, মাসুদুর রহমান, শাহারুল ইসলাম বাপ্পী, ফজলে রাব্বী মাসুম, রাসেল মিয়া, ওবায়দুর রহমান রুবেল, সাজেদুর রহমান ও সিজুল ইসলাম।
সংগঠনের উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) নজরুল ইসলাম আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে সমাপনী বক্তব্যে বলেন, সোনাতলাবাসীর একত্রিত হওয়ার এই শুভ উদ্যোগে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। এখানে যাঁরা উপস্থিত হতে পারেননি তাদেরকেও সম্পৃক্ত করতে আপনাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এই আহ্বায়ক কমিটি অতি দ্রুত গঠনতন্ত্র প্রণয়ন, পরবর্তী কার্যপরিকল্পনা প্রণয়ন, তহবিল সংগ্রহ, সদস্য সংগ্রহ, সংগঠনের ওয়েবসাইট, প্যাড, লোগোসহ আনুষাঙ্গিক কার্য সম্পাদন করবে এবং পরবর্তী কমিটি ঘোষণা করে দায়িত্ব হস্তান্তর করবে যা সংগঠনকে আরো গতিশীল করবে।
আকাশজমিন/এসএ