বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

যুদ্ধবিমানে ঘুরলেন ভারতের প্রেসিডেন্ট

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ৫:০৬ am

আকাশজমিন ডেস্কঃ
প্রেসিডেন্ট দ্রোপদীকে নিয়ে বিমানটি আকাশে ৩০ মিনিট চক্কর দেয়। এই সময়ের মধ্যে ব্রহ্মপুত্র, তেজপুর উপত্যকার কাছ দিয়ে ঘুরিয়ে আনা হয় তাকে। বিমানে বসেই ভারতীয় সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিমালয়ের সৌন্দর্য্য উপভোগ করেন। এরপর তাকে বহনকারী বিমানটি একই ঘাঁটিতে ফিরে আসে। যুদ্ধবিমানে করে ঘুরে বেড়িয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। শনিবার (৮ মার্চ) আসামের তেজপুর বিমান ঘাঁটি থেকে একটি সুখোই ৩০ এমকিআই বিমানে ওঠেন তিনি। এই সময় মাধ্যাকর্ষণ প্রতিরোধী স্যুট পরে নেন প্রেসিডেন্ট। বিমান ভ্রমণ শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ভালো লেগেছে।’ তিনি তৃতীয় প্রেসিডেন্ট যিনি যুদ্ধবিমানে চড়েছেন। এর আগে আরেক নারী প্রেসিডেন্ট প্রতিভা পাটিল ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানে ঘুরে বেড়িয়েছিলেন। প্রেসিডেন্ট দ্রোপদী মুর্মু তিন দিনের সফরে বর্তমানে আসামে অবস্থান করছেন। তিনি শনিবার গুয়াহাটি থেকে তেজপুর বিমান ঘাঁটিতে যান। তাকে সেখানে বরণ করে নেন এয়ার মার্শাল এস পি ঢাকার, গভর্নর গুলাব চাঁদ কাটারিয়া এবং মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা। দ্রোপদী মুর্মুকে বহনকারী যুদ্ধবিমানটি আকাশে উড়ান গ্রুপ ক্যাপ্টেন নাভিন কুমার। তিনি ১০৬ স্কোয়াড্রনের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিমানটি ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতিতে সমুদ্র থেকে ২ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত ওঠেছিল। সুখোই ৩০ এমকিআই বিমানটিতে একসঙ্গে দুইজন চড়তে পারেন। রাশিয়ার সুখোই এবং ভারতের হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড যৌথভাবে এ বিমানটি তৈরি করেছে।
আকাশজমিন/ আরজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD