বগুড়া সংবাদদাতাঃ
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামটিকে ভেন্যু হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৮ এপ্রিল) দুপুরে বিসিবির সঙ্গে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ভেন্যুটি চালুর সিদ্ধান্ত হয়। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জেলা প্রশাসক বলেন, সবার ঐকান্তিক প্রচেষ্টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম বিসিবির ভেন্যু হিসেবে বহাল থাকলো। আনুষ্ঠানিকভাবে ভেন্যু হস্তান্তর করা হয়েছে। এখন থেকে এখানে জাতীয় লীগ ও বিসিবির খেলাগুলো সমন্বয় করে হবে। আমরা আগের থেকে আরও ভালো খেলা উপভোগ করতে পারবো। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কতিপয় কর্মকর্তার অসহযোগিতা, খেলা আয়োজন করতে না দেওয়াসহ বিভিন্ন কারণে বিসিবি গত ১ মার্চ আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম থেকে জনবল ও মালামাল মিরপুর স্টেডিয়ামে প্রত্যাহার করে নেয়। ভেন্যু ম্যানেজারসহ ১৭ কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন স্টেডিয়ামে বদলি করা হয়। এ নিয়ে শুধু ক্রিকেটপ্রেমী নয়, সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মানববন্ধন, আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাছুদার রহমান মিলন বিসিবির অভিযোগটি দৃঢ়তার সঙ্গে অস্বীকার করেন। স্টেডিয়াম সূত্র জানায়, গত ২০০৩-০৪ অর্থবছরে ২১ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেন্যুতে উন্নীত করে। স্টেডিয়ামের চার টাওয়ারে ১০০টি করে মোট ৪০০ ফ্লাড লাইট বসানো হয়। এ লাইটগুলো আট লাখ ওয়াট বিদ্যুতের আলো দেয়। ২০০৬ সালের ৩০ জানুয়ারি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু ঘোষণা দেয়। একই বছর স্টেডিয়ামটি আন্তর্জাতিক টেস্ট ভেন্যুর স্বীকৃতি লাভ করে। এখানে আন্তর্জাতিক খেলা বন্ধের পর ২০০৭ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ ফ্লাডলাইটগুলো জ্বালানো হয়েছিল। স্টেডিয়ামে উন্নতমানের পাঁচটি পিচ রয়েছে। ২০০৬ সালের পর থেকে এ ভেন্যুতে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে কোনও খেলা হয়নি। তবে দিনের বেলা জাতীয় লীগ, স্থানীয় প্রিমিয়ার ডিভিশন, প্রথম বিভাগ ক্রিকেট লীগ ও করপোরেট লীগ হয়েছে। অনেক জল্পনা কল্পনার পর শনিবার বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম বিসিবির ভেন্যু হিসেবে বহাল রাখায় বগুড়াবাসীদের মাঝে স্বস্তি দেখা দেয়। শনিবার বিকালে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাইফুল ইসলাম তার কার্যালয়ের ফেসবুক পেজে উল্লেখ করেন, আলহামদুলিল্লাহ সবার ঐকান্তিক প্রচেষ্টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম বিসিবির ভেন্যু হিসেবে বহাল থাকলো।
আকাশজমিন/ আরজে