সিরাজগঞ্জে প্রতিনিধি:
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সিরাজগঞ্জ এম. এ মতিন কটন মিলসের শ্রমিক ও কর্মচারীদের মধ্যে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও দিবসটি উপলক্ষে সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও এম. এ মতিন কটন মিলস লিঃ বিসিক সিরাজগঞ্জের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠানে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান এর সঞ্চালনায়
সভাপতিত্ব করেন এম. এ মতিন কটন মিলস্ লিঃ বিসিক সিরাজগঞ্জের ডিজিএম মোঃ মনিরুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া শুভ উদ্বোধন করেন ও দিকনির্দেশনা মূলক তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক গনপতিরায় বলেন, প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয়ভাবেই দুর্যোগ আসতে পারে। সামাজিক অবক্ষয়ও একটা দুর্যোগ। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এজন্য ভাল মানুষ হতে হবে। তিনি আরও বলেন, দুর্যোগ প্রতিরোধের যেমন ব্যবস্থা আছে আবার প্রতিকারেরও ব্যবস্থা আছে। এই বিষয়গুলো অনুসরণ করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও মানবিক দুর্যোগের বিষয়ে সচেতন হতে হবে। আমাদের সকলকে ভালো ভাবে আগুন নেভানোর প্রক্রিয়া জানতে হবে। এবং সঠিক ভাবে সিলিন্ডার গ্যাস ব্যবহার ও এতে আগুন লেগে গেলে কিভাবে নির্বাপণ করতে হবে এ বিষয়ে সকলকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আজকের একটা শিশু যদি ভাল পরিবার-পরিবেশ পায়, তাহলে সে ভাল হবে। মুখের ভাষা, ব্যবহার সবই নির্ভর করে পরিবার এবং সামাজিক শিক্ষার উপর।
অনুষ্ঠানের সভাপতি এম. এ মতিন কটন মিলস্ লিঃ বিসিক সিরাজগঞ্জের ডিজিএম। মোঃ মনিরুল ইসলাম তিনি বলেন, বাংলাদেশ প্রাকৃতিকভাবেই একটি ঝুঁকিপূর্ণ দেশ। আমরা বছরের বিভিন্ন সময়ে বিভিন্নরকম দুর্যোগের সম্মুখীন হয়ে থাকি। আবহাওয়া পূর্বাভাসের মাধ্যমে বিভিন্ন দূর্যোগ সম্পর্কে জানতে পারলেও ভূমিকম্প সম্পর্কে জানতে পারি না। তাই ফায়ার সার্ভিসের এই মহড়া দেখার মাধ্যমে ভূমিকম্পের সময়ে করণীয় সম্পর্কে জানতে পারা।
তিনি আরও বলেন, কলকারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন লাগাথেকে আমাদের সতর্ক থাকা উচিত।
সিরাজগঞ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ- সহকারী পরিচালক মোহাম্মদ,আব্দুর রহমান বলেন, ভূমিকম্পে করণীয়, অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ে বিভিন্ন কৌশল প্রদর্শন সকলকে জানতে হবে। এ ছাড়া ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় ব্যক্তিগত পর্যায়ে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা ও রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে নিরাপদ ভবন থেকে বের করা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ- সহকারী পরিচালক মোহাম্মদ, আব্দুর রহমান, এম. এ মতিন কটন মিলস্ লিমিটেড বিসিক সিরাজগঞ্জে জিএম মোঃ তাজ উদ্দীন, এম. এ মতিন কটন মিলস্ লিমিটেড বিসিক সিরাজগঞ্জে জি এম আলী আশরাফ কায়েস,ডিজিএম হাসিবুজ্জামান, ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম,সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুল হক প্রমুখ।
আকাশজমিন/এম