মাগুরা সংবাদদাতা: মাগুরা জেলা পুলিশে টানা ৫ম বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মাগুরা সদর থানার ওসি মোঃ জাব্বারুল ইসলাম।
রবিবার (০৯ এপ্রিল) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক কল্যাণ সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় মার্চ মাসে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে মূল্যায়িত করা হয়।
জাব্বারুলের হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন পুলিশ সুপার (এসপি) মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম-সেবা (বার)।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড এ্যাপস) মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেবাশীষ কর্মকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জাব্বারুল ইসলাম সদর থানায় যোগদানের পর পুলিশি সেবার মান বৃদ্ধি, থানায় আগত সেবা গ্রহীতাদের মানবিক ভাবে পুলিশি সেবা প্রদান, থানা এলাকার আইন শৃঙ্খলার উন্নতি, ২৪ ঘন্টার ভিতরে জুয়েলারিতে চুরির রহস্য উদঘাটন করে চোর আটকসহ সোনা, রুপা উদ্ধার। চোরাইকৃত মোবাইল ফোন উদ্ধার, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, দেশীয় অস্ত্র উদ্ধার।বিভিন্ন সামাজিক কার্যক্রম, উঠান বৈঠক ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, ওয়ারেন্ট তামিল, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মার্চ মাসে ৫ম বারের মত মাগুরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি।
ওসি জাব্বারুল ইসলাম জানান, তিনি জনগণের জন্য কাজ করেই মানুষের মাঝে বেঁচে থাকতে চান। সরকারের মূল্যায়নে তিনি ৫ম বারের মতো জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় তিনি জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ বিভাগের ভার্বমুতি উজ্জ্বল করে বার-বার শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে ৫ম বারের মত কৃতিত্বের স্বাক্ষরে নিজের নাম লিখালেন পুলিশের এই কর্মকর্তা।
আকাশজমিন/এসআর