আকাশজমিন ডেস্কঃ
বিগত ১৩৮ বছর ধরে ক্লার্ক পরিবারে শুধু ছেলে সন্তানেরই জন্ম হয়ে এসেছে।
এবার ঘটল ব্যাতিক্রম, পরিবারে জন্মগ্রহন করেছে এক কন্যাশিশু। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে আনেন্দ ভাসছে গোটা পরিবার।
ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের। গত ১৭ মার্চ ওই কন্যাসন্তানের জন্ম হয়। তার নাম অড্রে ক্লার্ক। তার বাবা-মা অ্যান্ড্রু ক্লার্ক ও ক্যারোলিন ক্লার্ক বসবাস করেন মিশিগান রাজ্যে। শিশুটির মা ক্যারোলিন জানান, তিনি যখন প্রথম শুনলেন যে ১৮৮৫ সাল থেকে তার স্বামীর পরিবারে কোনো কন্যাসন্তানের জন্ম হয়নি, তখন তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। দশ বছর আগে অ্যান্ড্রু ও ক্যারোলিনের পরিচয় হয়। এই দম্পতির চার বছরের এক ছেলে রয়েছে। এরপর ক্যারোলিনের দুই বার গর্ভপাত হয়েছিল। স্থানীয় গণমাধ্যম গুড মর্নিং আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারোলিন বলেছেন, আমরা শুধু একটি সুস্থ শিশু হওয়ার প্রার্থনা করেছিলাম।
পরে অ্যান্ড্রু ও তার পরিবার জানতে পারেন, কন্যাসন্তানের জন্ম দিতে যাচ্ছেন ক্যারোলিন। স্থানীয় গণমাধ্যমে দেওয়া ওই সাক্ষাৎকারে ক্যারোলিন বলেন, ‘খবরটি শুনে প্রথমে কেউ বিশ্বাসই করতে পারছিল না। সবাই খুশিতে চিৎকার ও লাফালাফি শুরু করে দিয়েছিল।’
আকাশজমিন/আরজে