রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন

রাশিয়া-ইউক্রেন আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ৬:০৪ am

আকাশজমিন ডেস্কঃ
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি দাবি করেন, গঠনমূলক আলোচনার ব্যাপারে রাশিয়ার কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না।
জার্মানিতে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি দাবি করেন, অবশ্যই রাশিয়াকে আগে গঠনমূলক আলোচনায় অংশ নেয়ার ব্যাপারে নিজের সদিচ্ছা ও আগ্রহ দেখাতে হবে। তিনি আরো বলেন, এই গঠনমূলক আলোচনার ক্ষেত্রে ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য থাকতে হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, গণভোটের মাধ্যমে রাশিয়া পূর্ব ইউক্রেনের যে অংশ দখল করে নিয়েছে তার ওপর যদি মস্কোর নিয়ন্ত্রণের অনুমোদন দেয়া হয় তাহলে ন্যায্য এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।
গত বছর রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর দুই পক্ষ কয়েক দফা বৈঠকে বসেছে তবে যুদ্ধ অবসানের ব্যাপারে কাঙ্ক্ষিত ফলাফল আসেনি। মস্কো বারবার বলছে, আলোচনার জন্য তাদের দরজা খোলা কিন্তু ইউক্রেনের পশ্চিমাপন্থি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত অক্টোবর মাসে একটি ডিক্রিতে সই করেন যাতে রাশিয়ার সাথে সব ধরনের আলোচনা নিষিদ্ধ করা হয়।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা সব ধরনের অস্ত্র এবং সামরিক রসদ সরবরাহ করছে। তবে কথা ঠিক- যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে তাতে ইউক্রেনই বড় ক্ষতির শিকার, আমেরিকা কিংবা ইউরোপীয় ইউনিয়ন তার ভুক্তভোগী নয়।
আকাশজমিন/আরজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD