আকাশজমিন ডেস্কঃ
১৫তম ওভারের শেষ বলে নাথান এলিস যখন মায়াঙ্ক মারকান্ডের চতুর্থ শিকার হলেন পাঞ্জাব কিংসের রান ৯ উইকেটে ৮৮। সেই পাঞ্জাব পুরো ২০ ওভার ব্যাটিং করে তুলল ১৪৩ রান। মোহিত রাঠিকে নিয়ে দশম উইকেটে আইপিএলের রেকর্ড ৫৫ রান যোগ করেছেন শিখর ধাওয়ান। জুটিতে রাঠির অবদান মাত্রই ১ রান। অবশ্য মাত্র ২ বল খেলার সুযোগই পেয়েছেন রাঠি। পাঞ্জাব অধিনায়ক ধাওয়ান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৯৯ রানে। ৯১ রান নিয়ে ওভার শুরু করা ধাওয়ান শেষ বলে ছক্কা মেরেই পৌঁছান ৯৯-এ।
১ রানের জন্য স্বীকৃত টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি হারানো ধাওয়ানরা শেষ পর্যন্ত বড় ব্যবধানেই হেরেছেন সানরাইজার্স হায়দরাবাদের কাছে । ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে ১৪৪ রানের লক্ষ্যটা ১৭ বল ও ৮ উইকেট হারিয়ে ছুঁয়েছে হায়দরাবাদ। এবারের আইপিএলে তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল দাক্ষিণাত্যের ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে তৃতীয় ম্যাচে এসেই প্রথম হারের স্বাদ পেল ধাওয়ানের পাঞ্জাব।
রান তাড়ায় ৪৫ রানে মধ্যেই দুই ওপেনার হ্যারি ব্রুক ও মায়াঙ্ক আগারওয়ালকে হারায় হায়দরাবাদ। সেখান থেকেই অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ঠিক ১০০ রান যোগ করেন রাহুল ত্রিপাঠি ও এইডেন মার্করাম। ৪৮ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৭৪ রানের অপরাজিত ছিলেন ত্রিপাঠি। অধিনায়ক মার্করাম ২১ বলে করেছেন ৩৭ রান।
এর আগে ম্যাচের প্রথম বলেই পাঞ্জাবের ওপেনার প্রভসিমরান সিংকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ভুবনেশ্বর কুমার। দক্ষিণ আফ্রিকান বাঁহাতি পেসার মার্কো ইয়ানসেন পরপর দুই ওভারে ম্যাথু শর্ট ও জিতেশ শর্মাকে বিদায় করে পাঞ্জাবের স্কোরটাকে ২২/৩ বানিয়ে দেন।
আকাশজমিন/আরজে