শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন

ভ্যানচালকের কাছে মিলল ২ কোটি টাকার স্বর্ণ

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ২:৫০ pm

চুয়াডাঙ্গা সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর এলাকায় অভিযান চালিয়ে ২০টি স্বর্ণের বারসহ শাহাবুল মিয়া (৩৫) নামে এক ভ্যানচালককে (চোরাকারবারি) আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। রোববার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটক শাহাবুল মিয়া (৩৫) উপজেলার সদরপাড়া গ্রামের মৃত. মোকছেদ মন্ডলের ছেলে। বিজিবি জানায়, চুয়াডাঙ্গার জীবননগর থেকে একজন ভ্যানচালক তার ভ্যানে করে ভারতে স্বর্ণ পাচার করবে- এমন সংবাদের ভিত্তিতে রোববার ৫৮ বিজিবির একটি বিশেষ টহল দল জেলার জীবননগর এলাকায় ওৎ পেতে ছিল। কিছুক্ষণ পর শাহাবুল মিয়া ভ্যানে করে যাওয়ার সময় জীবননগর বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে তাকে আটক করা হয়। এসময় তার ভ্যানের সিটের পেছনে রাখা ২ কেজি ৩৩ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার এবং ভ্যানটি জব্দ করা হয়। মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, জব্দকৃত স্বর্ণের বারের অনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ২৯২ টাকা। স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা হচ্ছিল। অভিযুক্ত শাহাবুল মিয়ার বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়েরসহ জব্দকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।
আকাশ জমিন/ আরজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD