বিনোদন প্রতিবেদক:
সম্প্রতি নতুন জুটি নিয়ে একটি নাটক নির্মাণ করেছেন জনপ্রিয় পরিচালক মিজানুর রহমান আরিয়ান। নাটকের নাম ‘যুগল’। এতে প্রথমবারের মতো জুটি হয়েছেন রেহান ও নাজনীন নিহা। আগামী ৩০ অক্টোবর বুধবার রাত ১০-৩০ মিনিটে নাটকটি মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে। নাটকের গল্পে দেখা যাবে, আহনাফ অনেকদিন ধরে ফেসবুকে একটা মেয়েকে ফলো করে।
মেয়েটির পোস্ট, ভিডিও তার ভালো লাগে। কিন্তু কখনো কোন রিঅ্যাক্ট দেয় না, কমেন্টও করে না। নাম তন্নী। হঠাৎ একদিন তন্নীকে আর ফেসবুকে পাওয়া যায় না। প্রতিদিন সার্চ করে আহনাফ। আইডি গায়েব। মাস তিনেক পর আহনাফের এক ফটোগ্রাফার বন্ধু তাকে জানায় একটা ফটোশুট আছে, আহনাফ মডেল হবে কিনা। ছাত্রজীবনে আহনাফের মডেল হওয়ার শখ ছিলো। তাই অফারটা পেয়েই রাজি হয়ে যায়। ফটোশুটের জন্য প্রস্তুত হয়ে স্টুডিওতে যায় আহনাফ। রেডি হয়ে বসে থাকে কিন্তু শুট শুরম্ন হয় না। পরে জানা যায়, নতুন মডেল হওয়ায় আহনাফের সাথে শুট করতে রাজি না জনপ্রিয় মডেল দীপিকা। এটা শুনে মন খারাপ হয় আহনাফের। সে কস্টিউম খুলে ফেলতে যায় এমন সময় জানা যায় ক্লায়েন্টকে পরদিন সকালে ছবি দিতেই হবে। তাই আজকের মধ্যে ফটোশুট করতেই হবে। উপস্থিত একজন জানায় তার এক কাজিন আছে মডেলিং করে।
তখন মেয়েটা আসে। অবাক হয়ে যায় আহনাফ। এতো সেই তন্নী। নিজেকে সামলে নিয়ে ফটোশুটটা ভালোভাবেই শেষ করে। রাতারাতি কিভাবে যেন তাদের ছবি ভাইরাল হয়ে যায়। তন্নী তার আইডি থেকে ছবিগুলো শেয়ার করে। সেখানে প্রচুর কমেন্টস আসে। দারম্নণ জুটি হিসেবে সবাই অভিনন্দন জানায় তাদেরকে। এরপর থেকে দু’জনের মধ্যে আলাপ শুরম্ন হয়। আহনাফকে ভালো লাগে তন্নীর। দারম্নণ সময় কাটতে থাকে তাদের। এক পর্যায়ে তন্নীকে প্রপোজ করে আহনাফ। সাদরে গ্রহণ করে তন্নী। তুমুল প্রেম চলতে থাকে তাদের। হঠাৎ করে আহনাফের পুরনো বন্ধু রাত্রির বাবা মারা যায়। এরপর থেকেই বদলে যেতে থাকে গল্প।
আাকশজমিন/সাজু