নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরার বেস্ট এক্সোটিক বুকস্টোর এন্ড টিহাউস ‘বিইবিটি’র উদ্যোগে ‘কবি আলতাফ হোসেন ও লেখক খালিকুজ্জামান ইলিয়াসের সাথে চা এবং গল্প’ শীর্ষক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। আয়োজক সুত্রে জানা গেছে আগামীকাল শুক্রবার বিকেল ৪-৩০ মিনিটে বেস্ট এক্সোটিক বুকস্টোর এন্ড টিহাউসে এই আয়োজন উপভোগ করতে পারবেন দর্শকরা।
অনুষ্ঠানে প্রধান দুই অতিথি কবি আলতাফ হোসেন ও লেখক খালিকুজ্জামান ইলিয়াস উভয়েই তাঁদের সাম্প্রতিক কাজ নিয়ে আলোচনা করবেন এবং শ্রোতাদের সাথে মতবিনিময় করবেন। তীব্র যনজটের ব্য¯ত্ম শহরে কর্মক্লাšত্ম নাগরিকদের একটু বিনোদন দিতে এই আয়োজনটি বিশেষ উপভোগ্য হয়ে উঠবে। বিশেষ করে সাহিত্যপ্রেমীদের সাথে চায়ের কাপে আড্ডা দেয়ার এবং সাহিত্য নিয়ে আলাপচারিতা নিয়ে ব্যতিক্রমী একটি আয়োজন অতিথিদের বাড়তি আনন্দ দেবে।
আয়োজন প্রসঙ্গে খালিকুজ্জামান ইলিয়াস বলেন যখন আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে নৈতিক ও সাংস্কৃতিক মানদ- খুব কমে গেছে এবং মুদ্রিত বই, ফেসবুক, ইউটিউব ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে, তখন ‘বিইবিটি’এর তরম্নণ আয়োজকদের এই উদ্যোগ সর্বোচ্চ প্রশংসার দাবিদার। কবি আলতাফ হোসেন বলেছেন যেখানে সাধারণত প্রযুক্তির বিভিন্ন গ্যাজেটেরকারণে বই পড়ার আগ্রহ কমে গেছে, সেখানে বই পড়া ও চা খাওয়ার মতো একটি জায়গা গড়ে তোলার ধারণা ব্যতিক্রম এবং সত্যিই চমৎকারও বটে। আশা করি আয়োজনটি সফল হবে এবং উপস্থিত অতিথিদের ভালো লাগবে।
আকাশজমিন/সাজু/ আরআর