রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন

জলমহাল দখলের প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ ৬:০০ pm

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে জলমহাল দখলের অভিযোগ উঠেছে। প্রতিবাদে ভুক্তভোগী মৎস্যজীবীরা কাকিনা গোপালরায় এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। বুধবার দুপুরে জলমহল এলাকায় মানববন্ধন জড়োহয়ে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী মৎস্যজীবী পরিবারগুলো। এছাড়াও সুষ্ঠু তদন্ত করে জলমহালটি দখলদারদের হাত থেকে উদ্ধার করে তাদেরকে ফিরিয়ে দিতে উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে দাবী পেশ করেছেন।

স্থানীয়রা জানান,সারডুবি বিলে মৎস্য আহরণ করে শতাধিক পরিবার জীবিকা নির্বাহ করত, তাদের সুবিধার্থে ২০০৮ সালে ৩ একর ১১,শতক জমিতে বাঁধ নির্মাণ করে দেয় উপজেলা মৎস অফিস।

মৎসজীবি সমিতির মাধ্যমে মাছ চাষ শুরু করে স্থানীয়রা তবে ২০১১ সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে জলমহলে আধুনিক প্রক্রিয়ায় মাছ চাষের কথা বলে মৎস্যজীবিদের প্রভাবিত করে,ভয় ভীতি প্রদর্শন করে জলমহল তার কবজায় নিয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য মোবারক কে দায়িত্ব ভার প্রদান করেন।

সেই আজ অবদি কোন খাজনা ছাড়া মোবারক জলমহল করে আছে। গোপালরায় মৎস্যজীবী সমবায় সমিতি সভাপতি আব্দুল মালেক বলেন, আমরা প্রকৃত মৎস্যজীবী পরিবার। আমরা মাছ ধরেই জীবন জীবিকা নির্বাহ করে থাকি। আমরা সরকারকে খাজনা দিয়ে জলমহলে মাছ আহরণ করছিলাম, এখানে প্রায় ২১ জন ফ্যামিলির কর্মসংস্থান হত এই জল মহলে মাছ ধরে এই এলাকার অনেক পরিবার জীবিকা নির্বাহ করতো কিন্তু ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে জলমহলে আধুনিক প্রক্রিয়ায় মাছ চাষের কথা বলে মৎস্যজীবিদের প্রভাবিত করে ও এবং মৎস্যজীবিদের ভয়ভীতি প্রদর্শন করে দখল করে।

আমরা আমরা দীর্ঘদিন চেষ্টা করেও তা উদ্ধার করতে পারিনি আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে তারা অবৈধভাবে দখল করে আছে। সারডুবি জলমহল এই অঞ্চলের মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের অন্যতম উৎস এটি আমরা ফেরত চাই। এ ব্যাপারে কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়াদিন মুফাসসালিন জানান,বিষয়টি আমার জানা ছিল না মৎস্যজীবীরা আমার কাছে এসেছিলেন তাদের দাবি পেশ করেছেন,জলমহল বন্টন এটি আমার দপ্তরের কাজ নয়,বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।

আকাশজমিন/আরআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD