ময়মনসিংহ ব্যুরো:
ময়মনসিংহের গফরগাঁওয়ে গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের দাবিতে উপজেলা, পাগলা থানা, পৌর বিএনপি,
অংগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গফরগাঁও পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানার অনুসারীরা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ শেখ, গফরগাঁও পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আজহারুল হক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ সাদেক, হাজী আব্দুস ছাত্তার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন ,যুবদল নেতা জামাল উদ্দিন প্রমুখ। বক্তারা স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানা
আকাশজমিন/আরআর