রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

ঢাকায় পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, অপেক্ষমাণ যাত্রীদের ভোগান্তি

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ ১১:২৯ am

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা রেলওয়ে স্টেশন এলাকা ছেড়ে আসার সময় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ট্রেনের ৬টি বগি লাইন থেকে পড়ে যায়। ফলে বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা এই মধ্য রাতে ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে আসার সময় রাত ১২টা ১৫ মিনিটের দিকে দুর্ঘটনায় পড়ে। যদিও শিডিউল অনুযায়ী ট্রেনটির ২৪ অক্টোবর রাত সাড়ে ১১টায় ছেড়ে আসার কথা ছিল। দুর্ঘটনার বিষয়ে মধ্যরাতে বাংলাদেশ রেলেওয়ের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটি সাধারণ সময়ের প্রায় আধাঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে। প্লাটফর্ম পার হওয়ার ২ মিনিটের মধ্যে ঝাঁকুনি অনুভব হয় এবং ট্রেনটি থামানো হয়। পরে নেমে দেখা যায় ট্রেনের বিভিন্ন কোচের মোট ৬টির মতো বগি লাইনচ্যুত হয়। দেখা গেছে, লাইনের পাত ভেঙে গেছে। পরে চাকাগুলো নিচে পড়ে যায়। ট্রেনের গতি কম ছিল বলে কেউ আহত হননি।

এদিকে দুর্ঘটনার কারণে ট্রেন নির্ধারিত সময়ে না পৌঁছানোয় বিভিন্ন স্টেশন থাকা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলো পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের খোঁজ করছেন। সেখানে সাজিদ ইসলাম নামের একজন যাত্রী মন্তব্য করেছেন, ‘ট্রেন ঠিক হয়ে আসতে কতক্ষণ লাগবে। আমি বিমানবন্দর স্টেশনে অপেক্ষা করছি।’

এর আগে আজ (বৃহস্পতিবার) সকালের দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের অদূরে গোপীবাগ এলাকায় নারায়ণগঞ্জগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ নিয়ে আজ দুটি ট্রেনের লাইনচ্যুতের ঘটনা ঘটল।

জানা যায়, সকালে নারায়ণগঞ্জ যাওয়ার পথে ট্রেনটির দুটি কোচের বগি লাইনচ্যুত হয়। এরমধ্যে একটি কোচ লাইনে তোলা সম্ভব হয়। আরেকটি কোচ তোলা সম্ভব হয়নি, সেটি পাশেই রাখা হয়। পরে লাইন ক্লিয়ার করা হয়। এ ঘটনার কারণে সকালের খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের বিলম্ব হয়।

আকাশজমিন/আরআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD