আকাশজমিন ডেস্কঃ
রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে পাঁচ তলা একটি ভবনের পঞ্চম তলায় সিরামিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টারও বেশি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আজ মঙ্গলবার (১১ এপ্রিল) সোয়া ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ঢাকা জোনের সহকারী পরিচালক আখতারুজ্জামান। এর আগে সংস্থাটির ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন জানান, সকাল পৌনে ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। পরে ১০টা ৫৩ মিনিটে ১ম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট গিয়ে তাদের সঙ্গে যোগ দেয়। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর এবং আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
আকাশজমিন/আরজে